কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ দেশে প্রতিদিন দৈনিক করোনা আক্রান্তের নতুন রেকর্ড হচ্ছে। দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় ফের বেসামাল অবস্থা। এরই মাঝে করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নিজেই টুইট করে টীকা নেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার সকালে এইমসে তিনি দ্বিতীয় ডোজের টিকা নেন। গত ১লা মার্চ মোদী প্রথম ডোজ নেন।
টিকা নেওয়ার পর এদিন প্রধানমন্ত্রী দেশবাসীর উদ্দেশে বার্তা দেন, ‘এইমস-এ আমি করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিলাম৷ টিটাকরণ অন্যতম উপায়, যার মাধ্যমে আমরা এই ভাইরাসকে হারাতে পারি। আপনি যদি টিকাকরণের জন্য যোগ্য হয়ে থাকেন তাহলে শীঘ্রই তা নিন। কোউইন ওয়েবসাইটে রেজিস্টার করুন।’
নরেন্দ্র মোদীকে টিকার প্রথম ডোজ় দিয়েছিলেন পুদুচেরির সিস্টার পি নিবেদা। আজ দ্বিতীয় ডোজ নেওয়ার সময়ও তিনি উপস্থিত ছিলেন৷ তাঁর তদারকিতে প্রধানমন্ত্রী টিকা নেন৷ তবে এবারে নরেন্দ্র মোদীকে টিকা দেন নিশা শর্মা৷ প্রধানমন্ত্রীর শরীরে আজ ভারত বায়োটেকের কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ প্রয়োগ করা হয়।