কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ মোদী মোদী রবে তখন বিগ্রেড উত্তাল। তার মাঝেই মঞ্চে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সদ্য বিজেপিতে যোগদানকারি মিঠুন চক্রবর্তী উত্তরীয় পরিয়ে স্বাগত জানান মোদীকে।
এদিন স্বভাবতই শাসক দল তৃণমূলকে চাঁছাছোলা আক্রমণ করেন মোদী। বলেন তৃণমূল কংগ্রেস বাংলার মানুষকে ভয় দেখাচ্ছে। তারা বুঝতে পেরেছে এবার আর তাদের জয় সম্ভব নয়। সেকারণেই তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে। আর ভয় পেয়ে বলছে খেলা হবে।
ব্রিগেডের মঞ্চে দাঁড়িয়ে রাজ্যবাসীকে তাই ভয় না পেয়ে এগিয়ে আার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী মোদী বলেছেন ভয় পাবেন না। ভয়মুক্ত বাংলা গড়ুন।নির্ভয়ে বিজেপিকে ভোট দিন। বাংলার কুশাসনের বিরুদ্ধে ভোট দিন। বাংলার উন্নয়নের স্বার্থে ভোট দিন। এদিন মোদীর কণ্ঠেও শোনা গিয়েছে উনিশে হাফ, একুশে সাফ। আবার নতুন স্লোগান দিয়েছেন মোদী এবার জোরে ছাপ, তৃণমূল সাফ।