কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ পুরুলিয়ার ভাঙড়ায় নরেন্দ্র মোদীর সফরের আগের দিন মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়েছেন জঙ্গলমহল দিয়েই তৃণমূলের বিজয়রথ শুরু হবে। এই প্রেক্ষাপটে আজ বৃহস্পতিবার পুরুলিয়ার বুকে মোদী নিজের ভাষণে সুর চড়ালেন।
বাংলাতেই নিজের বক্তব্য শুরু করেন তিনি। বলেন রাঙামাটির বুকে উপস্থিত থাকতে পেরে নিজেকে সৌভাগ্যশালী মনে করছেন। বিরসা মুন্ডা সিধু কানহুর নাম তুলে এদিন প্রণাম জানান মোদী। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কে কটাক্ষ করে মোদী বলেন মুখে উন্নয়নের কথা বলছেন, কিন্তু এত গুলো বছরে একটাও বাঁধ তৈরি করতে পারেননি।
মোদী বলেন, গরীবের টাকা আত্নসাৎ করছেন মমতা। কয়লা মাফিয়া আর বালি মাফিয়ারা কাদের থেকে নিরাপত্তা পেয়েছে সবাই জানে। এছাড়াও মাওবাদী প্রসঙ্গ তুলেও মোদী টার্গেট করেন মমতাকে। মোদী বলেন, ‘দিদি বলে খেলা হবে, বিজেপি বলে চাকরি হবে, দিদি বলেন খেলা হবে, বিজেপি বলে শিক্ষা হবে।’