করোনা সংক্রমণে মাত্র আটদিনের মধ্যে প্রয়াত কবি শঙ্খ ঘোষ জায়া প্রতিমা ঘোষ
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ গত ২১ শে এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হন বিশিষ্ট কবি শঙ্খ ঘোষ। মাত্র আট দিনের মাথায় সেই করোনাতেই আক্রান্ত হয়ে প্রয়াত হলেন কবি পত্নী প্রতিমা ঘোষ। পরিবার সূত্রে জানা যাচ্ছে বৃহস্পতিবার বাড়িতেই প্রয়াত হন কবি জায়া। করোনা পজিটিভ হওয়ার পর বাড়িতেই আইশোলেসনে ছিলেন তিনি।
গত ১৪ এপ্রিল কবি শঙ্খ ঘোষের করোনা রিপোর্ট পজিটিভ আসে। একইসঙ্গে আক্রান্ত হন স্ত্রী প্রতিমা দেবীও। হাসপাতালে যেতে চান নি। তাই বাড়িতেই চিকিৎসা চলছিল দুজনের। পরিবার সূত্রে আরও খবর, শঙ্খবাবুর মৃত্যুর পর থেকেই প্রতিমাদেবীর শারীরিক অবস্থা আরও খারাপ হতে শুরু করে। মানসিকভাবে এমনিতেই বিপর্যস্ত ছিলেন। বৃহস্পতিবার ভোর ৫ টায় মৃত্যু হয় তাঁর।