রক্তস্নাত চতুর্থ দফা, বিকেল পাঁচটা পর্যন্ত মোট ভোট পড়ল ৭৬.১৬%
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ রক্তস্নাত ২১ এর বিধানসভা ভোটের চতুর্থ দফা। শীতলকুচিতে প্রাণ হারালেন মোট পাঁচজন ভোটার। শাসক-বিরোধী তরজায় সরগরম রাজ্য রাজনীতি।
চতুর্থ দফার নির্বাচনে ৪৪টি আসনে ভোটগ্রহণ হয় আজ ১০ এপ্রিল, শনিবার। ওই ৪৪ আসনের মধ্যে দক্ষিণ ২৪ পরগনায় ১১, হাওড়ায় ৯, হুগলিতে ১০, কোচবিহারে ৯ এবং আলিপুরদুয়ারের ছিল ৫টি আসন।
তবে যে কোচবিহার উঠে এল সংবাদ শিরোনামে দিনভর, সেখানেই পড়ল সবচেয়ে বেশি ভোট।বিকেল পাঁচটা পর্যন্ত রাজ্যে ভোট পড়ল ৭৬.১৬ শতাংশ। চতুর্থ দফার নির্বাচনে বিকেল পাঁচটা পর্যন্ত রাজ্যে ভোট পড়ল ৭৬.১৬ শতাংশ। কোচবিহারে ভোট পড়ল ৭৯.৭৩ শতাংশ। আলিপুরদুয়ারে ৭৩.৬৫ শতাংশ। দক্ষিণ ২৪ পরগনায় ৭৫.৪৯ শতাংশ। হাওড়ায় ৭৫.০৩ শতাংশ। হুগলিতে ভোট পড়ল ৭৬.০২ শতাংশ।