এক অন্য ভোট প্রচারঃ হাওড়ায় এক হয়েছেন মমতা, মোদী, অধীর, বিমান, আব্বাসরা
অর্পিতা লাহিড়ীঃ রাজ্যে ২০২১ এর বিধানসভা নির্বাচন জমে উঠেছে জোর কদমে। ইতিমধ্যেই দুদফার নির্বাচন সম্পন্ন। শাসক, বিরোধী চলছে সমান তালে তোপ পাল্টা তোপ।
ভাবুন তো এর মধ্যেই যদি মমতা বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্র মোদী, বিমান বসু৷ আব্বাস সিদ্দিকী, অধীর চৌধুরীরা মিলে মিশে একজোট হন। কি ভাবছেন ভুল বকছি, একবারেই নয়। এই অসম্ভব কে সম্ভব করে দেখিয়েছে হাওড়ার গন্ধেশ্বরী সুইটস। তবে মিষ্টি মডেলের মধ্যে দিয়ে।
সারা রাজ্যের মত হাওড়াও এখন ভোট জ্বরে আক্রান্ত। চলছে বাইক মিছিল, দেওয়াল লিখন, পোস্টারিং সব কিছুই। এর মাঝেই দোকান আলো করে বসে আছেন পায়ে চোট পাওয়া হুইলচেয়ারে করে মমতা বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্র মোদী, আবার অধীর, বিমান, আব্বাসরাও আছেন।রয়েছে খেলা হবে সন্দেশ, জোড়া ফুল এবং পদ্ম সন্দেশও। ক্রেতারাও ভারি খুশি, অনেকেই মোবাইল বন্দী করছেন, কেউ আবারও উঁকি দিয়ে দেখছেন
তাদের সঙ্গে কথা বলে জানা গেল ভোট বাজারে যখন শুধুই একে অপরের বিরুদ্ধে ছুঁড়ে দিচ্ছেন কটাক্ষ, পাল্টা কটাক্ষ, তখন হোক না মিষ্টির মডেল তবুও তো জোট বেঁধেছেন তারা। মধ্য হাওড়ার নেতাজি সুভাষ রোডের গন্ধেশ্বরী সুইটসে দেখা মিলছে এ হেন পুতুল মিষ্টির। রয়েছে বামেদের টুম্পা সোনাও।
এই আইডিয়া যার মস্তিষ্ক প্রসূত সেই কেষ্ট বাবু এবং দোকানের কর্মীরা বলছেন এর মধ্যে কোন রাজনীতি নেই। স্রেফ ভালোলাগা থেকেই রাজনৈতিক নেতা-নেত্রীদের এহেন মিষ্টি মডেল বানানো।