কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ ভোটের বাদ্যি বেজে গিয়েছে। তৃণমূল তাদের পূর্ণাঙ্গ আর বাম-কংগ্রেস -আইএসএফ জোট তাদের আংশিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে। এমতাবস্থায় থেমে নেই রাজনৈতিক তরজাও।
শুক্রবার তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর দেখা যায় পূর্ব ঘোষণা মাফিক মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করবেন নন্দীগ্রাম আসন থেকেই। এরপরই পাঁশকুঁড়ার সভা থেকে তৃণমূল সুপ্রিমো কে বেঁধেন শুভেন্দু অধিকারী। বলেন নন্দীগ্রাম বহিরাগত নয় ভূমিপুত্রকে চায়।ভবানীপুর আসন থেকে লড়াই করলে যত ভোটে হারতেন তার বেশি ভোটে হারবেন নন্দীগ্রাম থেকে।
শুভেন্দুর পাশাপাশি এবার মমতা কে খোঁচা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। টুইটারে একটি ভিডিও পোস্ট করে বাবুলের দাবি বাংলা নিজের মেয়েকে চাওয়া ’ তো দূরের কথা, ভবানীপুরই আর নিজের মেয়েকে চায় না – লড়লে হেরে যাবেন, এটা আঁচ করতে পেরে মাননীয়া দিদি নিজের জায়গাতেই লড়ার সাহস দেখাতে পারলেন না।’’