কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ আরও জাঁকিয়ে বসেছে করোনার থাবা, মহারাষ্ট্রে ফের তাই লকডাউনের ভ্রুকুটি। সূত্রের খবর উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন মহারাষ্ট্র সরকার মঙ্গলবার মুম্বই এবং রাজ্যের কিছু অংশে লকডাউন ঘোষণা করবে বলে জানা গিয়েছে।
মহারাষ্ট্রে যে ভাবে করোনার প্রাদুর্ভাব বাড়ছে তার জেরেই এই সিন্ধান্ত। সূত্রের খবর অনুযায়ী, মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এদিন রাজ্যের কোভিড -১৯ টাস্কফোর্সের প্রধান সদস্য, উপ-প্রধান মন্ত্রী অজিত পাওয়ার, স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপ,এবং মুখ্য সচিব সীতারাম কুন্তের সঙ্গে আলোচনা করে মঙ্গলবার মাইক্রো লকডাউন এবং কনটেন্ট জোনগুলোতে নতুন নিয়ম ঘোষণা করবেন।
আবারও দেশে নতুন মাত্রায় ফিরছে মারণ করোনা। তবে সক্রিয় আক্রান্তের নিরিখে মৃত্যুহার (সিএফআর) আগের মত না হলেও করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে হু-হু করে। এমতাবস্থায় এই মারণ ব্যাধিকে রুখতে স্বাভাবিকভাবেই মারণ ব্যাধিকে রুখতে ঢাল করা হয়েছে সেই লকডাউনকেই। দেশের মধ্যে মহারাষ্ট্রের অবস্থা ক্রমশ অবনতির দিকে এগোচ্ছে। সূত্রের খবর, পুনে সহ অন্যান্য হটস্পট অঞ্চলে সম্পূৰ্ণ লকডাউনের সিন্ধান্ত নিয়েছে উদ্ধব ঠাকরে সরকার।