চৈত্র সংক্রান্তি ও নববর্ষে কাল বৈশাখীতে ভিজতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গ
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ প্রায় রোজই মেঘলা আকাশ দেখা যাচ্ছে কলকাতায়। কিন্তু বৃষ্টির দেখা নেই। সুতরাং হাঁসফাঁস গরমে নাজেহাল শহরবাসী। বৃষ্টির পূর্বাভাস থাকলেও গলদঘর্ম অবস্থা সহ্য করতে হচ্ছে। আবার সকালে আকাশ মেঘলা থাকলেও বেলা বাড়তেই উঠছে চড়া রোদ। এই পরিস্থিতির মধ্যে নববর্ষে ঝড়–বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। চৈত্রসংক্রান্তিতেও হতে পারে ঝড়–বৃষ্টি। এমনকী ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া এবং বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
চৈত্র সংক্রান্তি ও নববর্ষে বজ্র-বিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস। সোমবার সকাল থেকেই মেঘলা আকাশ। বিকেলের দিকে হালকা বৃষ্টির পূর্বাভাস জানাল আলিপুর আবহাওয়ার দফতর। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। সেই সঙ্গে হতে পারে শিলাবৃষ্টি। সোমবার রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভাবে হতে পারে বৃষ্টি। আগামী বুধবার থেকে উত্তর ও দক্ষিণ বঙ্গের বিভিন্ন জেলায় বাড়বে ঝড়বৃষ্টির সম্ভাবনা।