দেশবাসীকে ইস্টারের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ করোনা আবহের মধ্যেই দেশবাসীকে ইস্টারের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রবিবার সকালে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ নিজের অফিসিয়াল টুইটার পেজ থেকে দেশবাসীকে ইস্টারের শুভেচ্ছা জানিয়েছেন। বিশ্বজুড়ে খ্রীষ্টান সম্প্রদায়ের ইস্টার পালনের কথাও স্মরণ করেন তিনি। দেশবাসীর কল্যাণ, সুখ, সমৃদ্ধির জন্যও বার্তা দেন।
পাশাপাশি এদিন সকালে দেশবাসীকে ইস্টারের শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইস্টার উপলক্ষ্যে জনগণের প্রতি টুইট বার্তায় তিনি লেখেন, ” সবাইকে ইস্টারের শুভেচ্ছা । বিশেষ এই দিনে যীশুখ্রিস্টের দেওয়া শিক্ষা গুলি আমাদের প্রত্যেকের স্মরণ করা উচিত।