কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে রাষ্ট্রপতিকে। তাঁকে ভর্তি করার পর সেনা হাসপাতালের পক্ষ থেকে একটি প্রাথমিক মেডিক্যাল বুলেটিন প্রকাশ করা হয়। যাতে জানানো হয়েছে বুকে অস্বস্তি বা চেস্ট ডিকমফোর্টের জন্য হাসপাতালে নিয়ে আসা হয়েছে দেশের রাষ্ট্রপতিকে।
জানা যাচ্ছে তৈরি করা হয়েছে একটি মেডিক্যাল বোর্ড। সেই বোর্ডের চিকিৎসকদের তত্বাবধানেই চিকিৎসাধীন আছেন রামনাথ কোবিন্দ।
রাষ্ট্রপতিভবন থেকে জানানো হয়েছে, কোনও উদ্বেগের কারণ নেই। রুটিন চেকআপ এবং কিছু সমস্যার কারণে রাষ্ট্রপতিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। আশঙ্কা বা উদ্বেগের কোনও কারণ নেই।
যদিও ইতিমধ্যেই কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন রাষ্ট্রপতি। এই টীকাগ্রহণের পর কোন শারীরিক সমস্যা হল কিনা সেই আশংকাও ছড়িয়ে পড়ে দ্রুত। তবে রাষ্ট্রপতি ভবন থেকে জানানো হয়েছে, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ স্থিতিশীল রয়েছেন।