[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ শুক্রবারেই বুকে অস্বস্তি নিয়ে সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছিল রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে। প্রাথমিক মেডিক্যাল বুলেটিনে সেনা হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছিলেন স্থিতিশীল রয়েছেন রাষ্ট্রপতি। মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। রাষ্ট্রপতি ভবন থেকেও জানানো হয়েছিল উদ্বেগের কোন কারণ নেই।
শুক্রবার সেনা হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁর শারীরিক অবস্থা সার্বিক পরীক্ষার পর রেফার করে দেওয়া হয় এইমসে। আপাতত এইমসে চিকিৎসাধীন আছেন তিনি। জানা যাচ্ছে রাষ্ট্রপতির বাইপাস সার্জারি করতে হবে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৩০ মার্চ অস্ত্রোপচার হওয়ার কথা।
পিএমও থেকে টুইট করে রাষ্ট্রপতির দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে। অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীরাও রাষ্ট্রপতির দ্রুত আরোগ্য কামনা করেছেন।