সংক্রমণে লাগাম টানতে নয়া টাস্ক ফোর্স গঠন করল রাজ্য সরকার
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ রাজ্যের করোনা পরিস্থিতি এক ভয়ংকর চেহারা নিচ্ছে ক্রমশ। তাতে লাগাম টানতে নতুন করে আরও একটি ৬ সদস্যের টাস্ক ফোর্স গঠন করল রাজ্য সরকার। এই টার্স্ক ফোর্সের শীর্ষে রয়েছেন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।
রাজ্যে করোনা সংক্রমণ যে হারে বাড়ছে, তাতে রাজ্যের প্ল্যান্টে উৎপাদিত অক্সিজেন যাতে ভিনরাজ্যে চলে না যায়, সেই আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে চিঠি দিয়েছেন রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী বলেছেন, রাজ্যে বহু সেফ হোম করা হয়েছে। হাসপাতালে বাড়ানো হয়েছে প্রায় ৭ হাজারের মতো করোনা চিকিৎসার বেড। মুখ্যমন্ত্রী আবেদন করেছেন, সংক্রমন হলে সঙ্গে সঙ্গে হাসপাতালে না গিয়ে আগে কম সংক্রমণ হলে বাড়িতে বা সেফ হোম চিকিৎসা করান।
যে সব মানুষের সংক্রমণের মাত্রা বেশি তাদের জন্য হাসপাতালের বেড যাতে পর্যাপ্ত থাকার সেই দিকে নজর রাখতে হবে। টাকা থাকলেই হাসপাতালের বেড আটকে রাখা যাতে না হয় সেই বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এই সময় মানুষকে মানবিক হতে হবে।