মাথায় টাক। কাঁচাপাকা দাঁড়ি। বয়সের ছাপ চোখেমুখে। ভেঙেছে চেহারাও। বিধ্বস্ত-প্রায় অবস্থা। পরনে মলিন শার্ট আর লুঙ্গি! পুকুরপাড়ে বসে স্থির দৃষ্টিতে চেয়ে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। ঠোঁটের কোণে হালকা হাসিও আছে। এই ছবিতে তাঁকে দেখে চেনা দায়! আর অভিনেতা-প্রযোজক জিতের (Jeet) জন্যই নিজের লুক বদলে ফেলেছেন তিনি। ব্যাপারটা কী?সদ্য সোশ্যাল মিডিয়ায় নিজের ও দিতিপ্রিয়ার লুকের ছবি ভাগ করে নিয়েছেন খোদ নায়ক। বাবা-মেয়ের মিষ্টি রসায়নের গল্প বলবে এই ছবি।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নতুন এই ছবির প্রযোজনা করছেন অভিনেতা জিৎ। শৌভিক কুণ্ডু পরিচালিত ‘আয় খুকু আয়’ ছক ভাঙছে অনেকদিন থেকেই। প্রযোজকের নামই এই ছবির শেষ চমক নয়। প্রথমবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করবেন দিতিপ্রিয়া রায়। তাঁর লুকেও রয়েছে চমক। নিজের সঙ্গে সঙ্গে প্রসেনজিৎ ভাগ করে নিয়েছেন দিতিপ্রিয়ার লুকও। কলমকারি কুর্তি আর এলোমেলো চুলে দিতিপ্রিয়ার লুকের রয়েছে সাদামাটা মেয়ের ছোঁয়া। এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে আরও বেশ কিছু তাবড় অভিনেতা অভিনেত্রীকে। তালিকায় রয়েছেন সোহিনী সেনগুপ্ত, দিতিপ্রিয়া রায়, বুদ্ধদেব ভট্টাচার্য, সত্যম ভট্টাচার্য, শঙ্কর দেবনাথ এবং রাহুল দেব বোস।
চরিত্রের তাগিদে যেকোনও লুক নিতে রাজি অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কিছুদিন আগেই অতনু ঘোষের শেষপাতা ছবিতে তাঁর লুক দেখে চমকে উঠেছিল দর্শক। এবারও সেরকমই একেবারে জৌলুসহীন এক চরিত্রের জন্য ছাপোষা লুক বেছে নিলেন অভিনেতা। ছবির নাম ‘আয় খুকু আয়’।
এই ছবি নিয়ে কথা বলতে গিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বললেন, ” ‘শৌভিক একজন দক্ষ পরিচালক। আমার সঙ্গে আগেও কাজ করেছে। দু’তিন মাস আগে আমাকে ও চিত্রনাট্যটা শোনায়। গল্পটা শুনে আমার মনে হয়েছিল, এই সবে করোনা সামান্য শিথিল হয়েছে। খারাপ সময় কাটিয়েছি আমরা। এই রকম হালকা মেজাজের ছবি হওয়া প্রয়োজন। বাবা মেয়ের সম্পর্কের কথা বলে এই ছবি। আবেগ ও ড্রামা দুটোর মিশেল রয়েছে গল্পে।চিত্রনাট্য শোনার পর জানতে পারি জিৎ ছবিটির প্রযোজনা করছে। জিতের জন্য আমার গর্ব বোধ হয়। ওঁর সাফল্যে আমি ভীষণ খুশি।”