কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ আজ রাজ্যে সকাল সাতটায় ভোট গ্রহণ শুরু হওয়ার পরই পাঁচটি জেলার ৩০ টি আসন থেকে আসছে বিক্ষিপ্ত অশান্তির খবর। যার মধ্যে রয়েছে শালবনি কেন্দ্রে সংযুক্ত মোর্চার প্রার্থী সুশান্ত ঘোষের নির্বাচনী এজেন্টকে বাধা দান।
সিপিএমের এজেন্টকে বুথে ঢুকতে বাধা ৷ সকাল সকাল শালবনির বুথে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৷ সুশান্ত ঘোষের এই অভিযোগ অস্বীকার করল তৃণমূল ৷ যদিও এই ঘটনায় চার জনকে গ্রেফতার করা হয়েছে।
শুমাইদহ প্রাথমিক স্কুলে সুশান্ত ঘোষের সঙ্গে বচসা দিয়ে শুরু৷ সুশান্ত বুথে ঢোকায় তৃণমূল কর্মীরা আপত্তি জানােন বলে অভিযোগ ওঠে ৷ এরপরই তৃণমূল কর্মীর সঙ্গে সিপিএম প্রার্থীর বচসা শুরু হয় ৷ এর আগে শালবনি বিধানসভার গড়বেতা ৩ নম্বর ব্লকের ২০টি বুথে সংযুক্ত মোর্চার এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন সংযুক্ত মোর্চার প্রার্থী সুশান্ত ঘোষ। এজেন্ট বসানোকে কেন্দ্র করে শালবনির শুইমাদহ প্রাথমিক স্কুলে তৃণমূল এজেন্টদের সঙ্গে কথা কাটাকাটি হয় তাঁর। ( ছবি সংগৃহীত)