কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দুই দিনের রাষ্ট্রীয় আজ শুক্রবার ঢাকা সফরে ঢাকা পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
কিন্তু শুক্রবার থেকেই প্রধানমন্ত্রীর সফরের বিরোধিতা করে বিক্ষোভ দানা বাঁধতে থাকে সে দেশের একাংশে। পরিস্থিতি রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর ঘিরে চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সেদেশের চট্টগ্রামে। প্রধানমন্ত্রী মোদীর বাংলাদেশ সফরের বিরোধিতায় রাস্তায় নামা প্রতিবাদকারীদেরকে ছত্রভঙ্গ করতে গিয়ে রবার বুলেট ছোঁড়া হয়েছিল। সেই বুলেটের আঘাতেই নাকি অন্তত চারজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
এর আগে সেদেশের রাজধানী ঢাকাতেও মোদীর সফরের বিরোধিতায় রাস্তায় নেমেছিল সেদেশের ‘হেফাজত’ কর্মীরা। সেই ঘটনাতেও দু’জন সাংবাদিক সহ প্রায় ১২ জন জখম হয়।