34 C
Kolkata
34 C
Kolkata
রবিবার, মার্চ 26, 2023

করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হলেন বিশিষ্ট তবলাবাদক পন্ডিত শুভঙ্কর বন্দোপাধ্যায়

কলকাতা মিডিয়া ওয়েব ডেস্কঃ

করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হলেন বিশিষ্ট তবলাবাদক পন্ডিত শুভঙ্কর বন্দোপাধ্যায় ।করোনার জোড়া ভ্যাকসিনেও শেষরক্ষা হল না ।সেই করোনার কামড়েই অসময়ে নিভে গেল বিশিষ্ট তবলিয়ার জীবনদীপ ।বুধবার দুপুর ১টা নাগাদ মাত্র ৫৪বছর বয়সে , কলকাতার এক বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । গত জুন মাস থেকে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন ।পরবর্তী সময়ে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে একমো সাপোর্টে রাখা হয় ।সব রকম চেষ্টা করেও তাঁকে বাঁচানো সম্ভব হল না , চিকিৎসক দের পক্ষে ।তাঁর এই অকাল প্রয়াণে বাঙলার সঙ্গীত মহলে শোকের ছায়া নেমে আসে ।

তাঁর পরিবার সূত্রে খবর , জুন মাসে তিনি করোনায় আক্রান্ত হন । তার আগেই তিনি করোনা ভ্যাকসিনের দুটি ডোজ নিয়েছিলেন । কিন্তু তা সত্ত্বেও করোনা তাঁর শরীরে থাবা বসায় ।এরপর তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করলে , তাকে হাসপাতালে ভর্তি করা হয় ।

বর্তমান প্রজন্মের তবলিয়াদের মধ্যে অন্যতম পন্ডিত শুভঙ্কর বন্দোপাধ্যায় । যথেষ্ট জনপ্রিয় ছিলেন তিনি শিল্পীমহলে । বিভিন্ন মঞ্চে বর্ষীয়ান ও বিখ্যাত তবলিয়াদের সঙ্গে তাঁর অসাধারণ যুগলবন্দি এক অন্য মাত্রা যোগ করত অনুষ্ঠান গুলিতে । শিক্ষক হিসেবেও তিনি যথেষ্ট জনপ্রিয় ছিলেন তাঁর অগণিত ছাত্র ছাত্রীদের মধ্যে । দেশের বাইরে ও শিক্ষক হিসেবে তাঁর নাম ছড়িয়ে পড়েছিল ।প্রসঙ্গত উল্লেখ্য বহুবছর ধরে পন্ডিত রবিশঙ্কর , ওস্তাদ আমজাদ আলি খান , পন্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া , পন্ডিত বিরজু মহারাজ প্রমুখ শিল্পী দের সঙ্গে একই মঞ্চে অনুষ্ঠান করেছেন তিনি ।প্রয়াত শিল্পী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে ‘সঙ্গীত সম্মান ‘ এবং ‘সঙ্গীত মহা সম্মান ‘ পুরস্কার ও গ্রহণ করেছেন ।

- Advertisement -spot_img

Latest news

- Advertisement -spot_img

Related news

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.