কলকাতা মিডিয়া ওয়েব ডেস্কঃ
ফের সাংস্কৃতিক জগতে নক্ষত্রপতন ।বৃহস্পতিবার সকালে ইহলোক ছেড়ে অমৃতলোকে পাড়ি দিলেন বিখ্যাত বাচিক শিল্পী গৌরী ঘোষ ।তাঁর প্রয়াণে ভাঙল বিখ্যাত পার্থ ঘোষ – গৌরী ঘোষ জুটি । বিখ্যাত বাচিক শিল্পীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গৌরী ঘোষের বয়স হয়েছিল তিরাশি বছর । দীর্ঘ দিন ধরে স্নায়ুর সমস্যায় ভুগছিলেন তিনি ।দিনকয়েক আগে শারীরিক অসুস্হতা গুরুতর আকার নেয় ।তাকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ।সেখানেই চিকিৎসা চলছিল তাঁর ।সাতদিন ধরে ভেন্টিলেশনে ছিলেন তিনি । বৃহস্পতিবার সকাল ৮টা ৫৫ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি । তাঁর প্রয়াণে শোকস্তব্ধ পরিবার পরিজনেরা । স্বভাবতঃই চোখের জল বাঁধ মানছে না তাঁর ছেলের ।
উল্লেখ্য , পার্থ ঘোষ ও গৌরী ঘোষ আবৃত্তি জগতের অন্যতম জুটি । বাস্তব জীবনেও স্বামী স্ত্রী তাঁরা ।রেডিওর উপস্থাপক হিসাবেই কাজ শুরু করেন । আকাশবানীতে বহুদিন ধরেই কাজ করেছেন । উপস্থাপনা করেছেন একাধিক অনুষ্ঠানের । আবৃত্তির বহু সিডি রয়েছে তাঁর ।দমদমের এস পি মুখার্জী রোডের কাছে পুত্র সন্তানকে নিয়ে থাকতেন তিনি ।তাঁর শেষকৃত্য কখন হবে , সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি