মোবাইলের টর্চের আলো জ্বালিয়ে টালিগঞ্জে জনতার স্বাগত মমতাকে
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রেও এবার হাইভোল্টেজ লড়াই। এই কেন্দ্রের বিদায়ী বিধায়ক অরূপ বিশ্বাস। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত সৈনিক তথা রাজ্যের।মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে এবার লড়াই কেন্দ্রীয় মন্ত্রী তথা টালিগঞ্জ কেন্দ্রের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়র।
আজ বিকেল পাঁচটায় শেষ হবে প্রচার। তার আগে বুধবার টালিগঞ্জের ওয়ারলেস মাঠে অরূপ বিশ্বাসের সমর্থনে সভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাঠ ভর্তি জনতা নিজেদের মোবাইল টর্চের আলো জ্বালিয়ে স্বাগত জানান তৃণমূল নেত্রীকে। উচ্ছ্বসিত মমতা বলে ওঠেন ” আপনারা একটা ইউনিক পরিবেশ সৃষ্টি করলেন, তবে ভোটেও কিন্তু ঘরের ছেলে অরূপ কে জেতাতে হবে”।
মমতা বন্দোপাধ্যায়ের এই সভায় হাজির ছিলেন বাম আমলে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ক্ষিতি গোস্বামীর স্ত্রী সুনন্দা গোস্বামী। তিনি এ দিন সভা থেকে জানিয়েছেন, “অরুপ এই আসনে জিতবে এতে কোনও সন্দেহ নেই। কিন্তু এই একটি আসনের ভোটকে কেন্দ্র করে যে ভাবে দিল্লির বাবুরা এখানে আনাগোনা করছেন তাতে এই আসনে ভোটের ব্যবধান বাড়াতে হবে।”