34 C
Kolkata
34 C
Kolkata
বুধবার, মার্চ 29, 2023

পুজোর আগেই চকচকে ত্বক পেতে চান , ভরসা রাখুন কাজুবাদামের প্যাকে

কলকাতা মিডিয়া ওয়েব ডেস্কঃ

বর্ষাকালে প্রত্যেকেরই ত্বকের সমস্যা অনেকটাই বেড়ে যায় যায় । তৈলাক্ত ত্বক , ব্রণর সমস্যা , বিভিন্ন দাগ , ফুসকুড়ি বা আ্যলার্জির সমস্যা লেগেই থাকে ।এছাড়াও দীর্ঘমেয়াদী ক্লান্তি ,রোদে পোড়া এবং পিগমেন্টেশন এই সব সমস্যা ও আছে । তবে পুজোর একমাস আগে থেকে একটু বাড়তি যত্ন নিলে ত্বকের সমস্যা অনেকটাই কমে যাবে আর মুখ ও উজ্জ্বল দেখাবে ।‌

ত্বকের যত্নের পাশাপাশি বেশী পরিমাণে জল খেতে হবে । আপনি যদি পর্যাপ্ত পরিমাণে জল না খান তাহলে ত্বক জলশূন্য হয়ে যাবে ।এছাড়াও বেশী পরিমাণে ফল ও সবজি খেতে হবে ।পুজোর সময়ে উজ্জ্বল চেহারা পেতে হলে নিয়মিত ক্লিনজিং, টোনিং ও ময়েশ্চারাইজিং করতে হবে ।

ত্বকের স্বাভাবিক সতেজতা ফিরিয়ে আনতে কাজুবাদামের পেষ্টব্যবহার করা যেতে পারে ।কাজুবাদাম খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী । যাইহোক এই শুকনো ফল সৌন্দর্য বাড়াতেওদারুণ কাজ দেয় ।কাজু আ্যন্টি অস্ক্সিডেন্ট সমৃদ্ধ । যা ত্বকের নতুন কোষ গঠনে উপকারী ।এর নিয়মিত ব্যবহারে মুখের বলিরেখা ও বয়সের ছাপ কমে যায় ।

৪-৫ টি কাজু জলে ১৫ মিনিট ভিজিয়ে রাখুন ।নরম হয়ে গেলে দুধের সাথে বেটে নিন ।এর সাথে অল্প একটু বেসন মিশিয়ে নিন । আপনার ফেসপ্যাক রেডি ।এরপর যেকোন ফেস ওয়াশ দিয়ে মুখ ভালোকরে ধুয়ে নিন । তারপর গোলাপজলে তুলো ভিজিয়ে টোনিং করে নিন ।তারপর প্যাকটি লাগান এবং ২০ মিনিট অপেক্ষা করুন ।শুকিয়ে গেলে ঠান্ডাজলে মুখ ধুয়ে ফেলুন ।তারপর যেকোন ময়েশ্চারাইজার লাগান ।আপনি যদি প্যাকটি সপ্তাহে ৪ দিন ব্যবহার করতে পারেন তাহলে আপনি উপকার পাবেন ই পাবেন ।

- Advertisement -spot_img

Latest news

- Advertisement -spot_img

Related news

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.