কলকাতা মিডিয়া ওয়েব ডেস্কঃ
সকালে প্রথম ভারতীয় মহিলা হিসেবে প্যারাঅলিম্পিকে সোনা জিতে দিনের সুর বেঁধে দিয়েছিলেন আভানি লেখারা ।এরপর প্রত্যাশামতোই এফ৪৬ বিভাগে জ্যাভলিন থ্রোয়ে পদক জিতেছেন দেবেন্দ্র ঝাঝারিয়া ও সুন্দর গুর্জর । ডিসকাস থ্রোয়ে পদক এসেছে যোগেশ কাঠুনিয়ার হাত ধরে ।
বিকেলে পুরুষদের এফ৬৪ বিভাগে জ্যাভলিন থ্রোয়ে ইতিহাস তৈরি করেছেন সুমিত আন্তিল ।বিশ্বরেকর্ড করে সোনা জিতেছেন তিনি ।
হরিয়ানার সোনপত থেকে উঠে আসা সুমিত প্রথম জীবনে কুস্তিতেই মনোনিবেশ করেছিলেন । একটি বাইক দুর্ঘটনার কারণে বদলে যায় তাঁর গোটা জীবন ।পরিবার ও স্থানীয় একজনের পরামর্শে জওহরলাল নেহরু স্টেডিয়ামে জ্যাভলিন কোচ নাভাল সিংহের সাথে দেখা করেছিলেন সুমিত ।এই সাক্ষাৎই বদলে দিয়েছে তাঁর জীবন ।
টোকিও প্যারাঅলিম্পিকের ফাইনালে প্রথম থ্রোতেই ৬৬.৯৫ মিটার পার করে দেন সুমিত । পদকের লক্ষ্যে ঠিক কতটা দৃঢ়প্রতিজ্ঞ হরিয়ানার সোনপতের ছেলে তা বুঝিয়ে দেন পরের থ্রোটিতে । দ্বিতীয় প্রয়াসে ৬৮.০৮ মিটার পার করে বিশ্বরেকর্ড করেছিলেন সুমিত । পঞ্চম থ্রোটিতে ৬৮.৫৫ মিটার ছুড়েঁ নিজের সদ্যগড়া বিশ্বরেকর্ড ভেঙে নতুন করে বিশ্বরেকর্ড তৈরি করেন এই ভারতীয় প্রতিযোগী ।