এক জোড়া সুন্দর ভ্রু আপনার সৌন্দর্যে পরিপূর্ণতা এনে দিতে পারে। আজকাল প্রায় সব মেয়েরাই নিয়মিত ভ্রু প্লাক করে থাকে। তবে ভ্রুয়ের ঘনত্ব না থাকায় অনেকেই হতাশায় ভোগেন। তাই যাদের ভ্রু পাতলা, তারা ভ্রুয়ের ঘনত্ব বাড়াতে বা মোটা করতে চাইলে ঘরোয়া কিছু উপায় অবলম্বন করতে পারেন।
- পেঁয়াজের রস
পেঁয়াজের রস ভ্রুতে লাগান। কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন । এতে ভ্রুর ঘনত্ব বাড়বে।
- বাদাম তেল
বাদামতেল এ আছে ভিটামিন ই । যা আপনার চুলকে শক্তিশালী করে তুলতে সাহায্য করে ।এছাড়াও বাদামে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট যা ত্বক এবং চুলের জন্য খুবই উপকারী।
- মেথি পাউডার
মেথি পাউডার ভ্রুতে লাগিয়ে রাখুন। ঘণ্টা খানেক পর জল দিয়ে ধুয়ে নিন। মেথি নতুন ভ্রু জন্মাতে ও ঘনত্ব বাড়াতে সাহায্য করে।
- অ্যালোভেরা
অ্যালোভেরা জেল ভ্রুতে লাগিয়ে রাখুন। ৩০ মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলুন
- অলিভ অয়েল এবং ক্যাস্টর অয়েল
ভ্রু এর ঘনত্ব বৃদ্ধি করতে অলিভ অয়েল এবং ক্যাস্টর অয়েল অত্যন্ত কার্যকর। এতে রয়েছে ভিটামিন ই যা চুল গজাতে সাহায্য করে । রোজ রাতে ভ্রুতে ক্যাস্টর অয়েল বা অলিভ অয়েল লাগিয়ে রাখুন । পরদিন সকালে জল দিয়ে ধুয়ে নিন। এতে আপনার ভ্রু হবে কালো এবং ঘন।
- নারকেল তেল
নারকেল তেল একটি প্রাকৃতিক ময়েশ্চারাইজার। যা চুলের বৃদ্ধিতে সহায়তা করে। সঙ্গে ঘনও করে। ভ্রুতে হালকা নারকেল তেল মালিশ করতে পারেন।
- স্ক্রাবিং
মৃত কোষের কারণে ভ্রুয়ের স্বাভাবিক বৃদ্ধিও ব্যহত হয় । তাই ভ্রু স্ক্রাবিং করার জন্য নরম পুরানো টুথ ব্রাশ জলে ভিজিয়ে নিয়ে সেটা দিয়ে ভ্রু ভালো করে আঁচড়ে নিন। মৃত কোষ পরিষ্কার হয়ে যাবে এবং নতুন ভ্রু গজাবে।