মানবদেহে সৌন্দর্যের অন্যতম অংশ হলো চোখ। আর এই চোখের পাপড়ি যদি হয় বড় ও ঘন তাহলে বেশ কয়েকগুণ বেড়ে যায় চেহারার সৌন্দর্য। তাই তো মেকআপের অন্যতম অংশ হলো চোখ। আর চোখের মেকআপ আইল্যাশ ছাড়া অসম্পূর্ণ। কিন্তু প্রাকৃতিকভাবে চোখের পাপড়ি ঘন ও বড় করা যায়। কীভাবে? আসুন জেনে নিই কিছু ঘরোয়া পদ্ধতি।
ক্যাস্টর অয়েল : রাতে ঘুমোনোর আগে তুলোর সাহায্যে ক্যাস্টর অয়েল লাগিয়ে নিন চোখের পাতায় । পরদিন সকালে চোখ ভালো করে ধুয়ে নিন৷
অ্যালো ভেরা জেল: তুলো দিয়ে অ্যালোভেরা জেল চোখের ওপর লাগিয়ে নিন৷ পরদিন সকালে ধুয়ে নিন৷
নারকেল তেল ,অলিভ অয়েল : রাতে ঘুমাতে যাবার আগে এক ফোঁটা তেল চোখের পাপড়িতে ভালো করে লাগিয়ে নিন। দুটো তেল আলাদা ভাবে লাগাতে পারেন বা মিক্স করেও লাগাতে পারেন ।
ভিটামিন ই : রাতে ঘুমোতে যাবার আগে এক ফোঁটা ভিটামিন ই লিকুইড চোখের পাতায় লাগিয়ে নিন । এটি চুলের বৃদ্ধিতে সহায়তা করে ।
পেট্রোলিয়াম জেলি: রাতে শোবার আগে চোখের পাতা ম্যাসাজ করুন। এরপর চোখের পাতায় পেট্রোলিয়াম জেলি ম্যাসাজ করুন। পরদিন সকালে ভালো করে চোখ ধুয়ে নিন ।কিছুদিনের মধ্যেই দেখবেন পার্থক্য।
লেবুর খোসা : সামান্য অলিভ অয়েল বা আমন্ড অয়েলে লেবুর খোসা দিয়ে তা গরম করে নিন। ৩-৪ বার গরম করবেন। তবে তেল যেন ফুটে না যায়। এরপর এই তেলটি মাশকারা লাগানোর মতো চোখের পাপড়িতে লাগিয়ে নিন। পরদিন সকালে উষ্ণ গরম জলে মুখ ধুয়ে নিন।
গ্রিন টি: এতে রয়েছে এন্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন। যা চুল পড়ে যাওয়া রোধ করে।খুব কড়া করে এক কাপ গ্রিন টি বানিয়ে নিন এবং একদম ঠাণ্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। চা ঠাণ্ডা হয়ে গেলে তুলার সাহায্য চা চোখের পাপড়িতে ম্যাসেজ করতে হবে।
তবে অতিরিক্ত মাত্রায় আইল্যাশ কালার ব্যবহার না করাই ভালো। এতে চোখের পাপড়ির ক্ষতি হয়।