৪৮ ঘন্টার জন্য রাহুল সিনহার প্রচারে নিষেধাজ্ঞা জারি করল কমিশন
সোমবার রাত আটটা থেকে মঙ্গলবার রাত আটটা পর্যন্ত প্রচারে নিষেধাজ্ঞা জারি হয়েছে তৃণমূল সুপ্রিমোর। মমতার পর এবার হাবড়ার বিজেপি প্রার্থী রাহুল সিনহার প্রচারে নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন। ৪৮ ঘন্টার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এদিন বেলা বারোটা থেকে সেই নিষেধাজ্ঞা কার্যকরী হয়েছে।
শীতলকুচির ঘটনার পর রাহুল সিনহা বলেছিলেন, সেদিন কেন্দ্রীয় বাহিনী ঠিক কাজ করেছে। চারজন নয়, সেদিন আট জনকে মারা উচিত ছিল। এই নিয়ে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। রাহুল আরও বলেন কেন্দ্রীয় বাহিনী কেন আটজনকে গুলি করে মারেনি তার জন্য তাদের কারণ দর্শানো উচিৎ।
কমিশন সূত্রে খবর, রাহুলের উপর ৪৮ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টা থেকে আগামী বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত তাঁর উপর নিষেধাজ্ঞা বহাল থাকবে। চতুর্থ দফা ভোটে কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনা নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরেই এই নিষেধাজ্ঞা বলে জানা গিয়েছে।