চারজন নয় শীতলকুচিতে আটজনকে মারা উচিৎ ছিল, রাহুলের বক্তব্যে বিতর্ক চরমে
[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ দিলীপ ঘোষ, সায়ন্তন বসুদের পথ অনুসরণ করে এবার শীতলকুচি নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন হাবড়ার বিজেপি প্রার্থী রাহুল সিনহা।
রাহুলের দাবি চারজন নয় শীতলকুচিতে আটজনকে গুলি করে হত্যা করার উচিৎ ছিল কেন্দ্রীয় বাহিনীর। কেন আটজনকে গুলি করে হত্যা করা হলনা তার জন্য কেন্দ্রীয় বাহিনীকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হোক। রাহুলের এই বক্তব্যকে কেন্দ্র করে তৈরি হয়েছে তুমুল বিতর্ক।
শীতলকুচিতে সিআরপিএফ-এর গুলিতে চতুর্থদফার ভোট ৪ জনের মৃত্যু হয়েছে। যাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতির উত্তাপ তুঙ্গে। রাহুলকে শীতলকুচির ঘটনা নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। তখনই তিনি বলেন, ‘ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা একটি ছেলেকে, শুধু বিজেপি করার অপরাধে যারা গুলি করে মারে, তাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যারা কেন্দ্রীয় বাহিনীর দিকে বোম ছুড়ে মানুষকে ভোট দিতে আটকাচ্ছে, তাঁদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিন শেষ হয়ে গেছে।
এখন মস্তানরাজ কায়েম করে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করার চেষ্টা করছেন।’ রাহুলের সংযোজন, ‘ঝামেলা পাকাতে এলে কী হতে পারে, তা তো শীতলকুচিতে দেখেছেন। কেন্দ্রীয় বাহিনী উচিৎ জবাব দিয়েছে। আবার করলেও এই জবাব দেবে। শীতলকুচিতে ৪ জন নয়, ৮ জনকে গুলি করে মারা উচিৎ ছিল। কেন কেন্দ্রীয় বাহিনী চার জনকে মারল, তার জন্য বাহিনীকেই শোকজ করা উচিৎ।’