কলকাতা মিডিয়া ওয়েব ডেস্কঃ
মঙ্গলবার থেকে দৈনিক কোভিড সংক্রমণের ঊর্ধ্বগতি লক্ষ করা গেল রাজ্যে । বৃহস্পতিবার জেলাভিত্তিক তালিকায় ফের শীর্ষে উঠে এল কলকাতা ।কলকাতা ও উত্তর ২৪ পরগনায় দৈনিক আক্রান্তের সংখ্যা ১০০ এর উপরে ।বেড়েছে সংক্রমণের হার ।এই নিয়ে টানা চারদিন রাজ্যে দৈনিক মৃত্যু বাড়ল । বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী , গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬৯৫ জন ।
রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা ছুয়েঁছে ১৫ লক্ষ ৪৯ হাজার ৯৭৮ জন ।বুধবারের তুলনায় কলকাতায় দৈনিক সংক্রমণ বেড়ে দাঁড়াল ১২২ । জেলাভিত্তিক তালিকায় দ্বিতীয় স্থানে থাকা উত্তর ২৪পরগনায় তা সামান্য কমে হয়েছে ১০২। তালিকায় তারপরেই রয়েছে হাওড়া , নদিয়া , হুগলি , পশ্চিম মেদিনীপুর , দার্জিলিং ও দক্ষিণ ২৪ পরগনা ।
শেষ ২৪ ঘন্টায় রাজ্যে করোনায় প্রাণ গিয়েছে ১৩জনের ।এখনও পর্যন্ত মারা গেছেন ১৮ হাজার ৪৭২ জনের ।বুধবারের হিসাব ধরে রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা সামান্য কমে ৮ হাজার ৭৩৪ জন ।কলকাতা ও উত্তর ২৪ পরগনা এই দুই জেলাতেই বাড়ল সক্রিয় রোগীর সংখ্যা । বিগত দুদিন রাজ্যে সংক্রমণের হার কমলেও বৃহস্পতিবার ফের বেড়ে দাঁড়িয়েছে ১.৪৩ শতাংশে ।কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় রাজ্যে টিকা পেয়েছেন ৫লক্ষ ১৫ হাজার ৪২৮ জন । তার আগের দিন ১২ লক্ষ ৫৮ হাজার ৭২৬ জন টিকা পেয়েছিলেন রাজ্যে ।এখনও পর্যন্ত মোট টিকা প্রাপ্তের সংখ্যা ৪ কোটি ১০ লক্ষ ৯৯ হাজার ৪৬৮ জন ।