কলকাতা মিডিয়া ওয়েব ডেস্কঃ
রাজ্যে ফের বাড়ল লকডাউনের মেয়াদ ।নবান্ন থেকে দেওয়া নির্দেশিকায় বলা হয়েছে , করোনা আবহে আগামী ১৫ ই সেপ্টেম্বর পর্যন্ত বহাল থাকছে বিধিনিষেধ ।বন্ধই থাকছে লোকাল ট্রেন ।তবে ছাড় দেওয়া হয়েছে প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিং সেন্টার গুলিকে । নির্দেশিকায় বলা হয়েছে , ৫০ শতাংশ পড়ুয়া নিয়ে করোনা বিধি মেনে খোলা যাবে প্রশিক্ষণ কেন্দ্র গুলি ।
স্বাস্থ্য দফতরের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৬১জন , মৃত্যু হয়েছে ৭জনের ।দৈনিক সংক্রমণের শীর্ষে কলকাতা ।এই পরিস্থিতিতে স্কুল খোলার ভাবনা রয়েছে সরকারের ।রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত গাড়ি ও সাধারণ মানুষের বাইরে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা বহাল থাকছে । স্বাস্থ্য , আইনশৃঙ্ক্ষলা ও কৃষিসামগ্রী সহ অন্যান্য অত্যাবশ্যক সামগ্রী ও অন্যান্য জরুরি পরিষেবার ক্ষেত্রে ছাড় থাকছে ।
এদিকে লোকাল ট্রেন বন্ধ থাকায় নানারকম অসুবিধার সম্মুখীন হচ্ছে সাধারণ মানুষ ।সেই পরিষেবা বন্ধ থাকায় দুর্ভোগ বাড়ছে ।আবার লোকাল ট্রেন চালু হলে করোনার তৃতীয় ঢেউ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে । এই পরিস্থিতিতে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানিয়েছেন , “তৃতীয় ঢেউ দেখে লোকাল ট্রেনের সিদ্ধান্ত নেওয়া হবে ।যারা কলকাতায় আসতে চান , তাদের খুব অসুবিধা হচ্ছে জানি । বাস মেট্রো চালু করে দেওয়া হয়েছে ।সেপ্টেম্বরেই তৃতীয় ঢেউ আসার কথা রয়েছে্ , তাই এটা আমাদের নিয়ন্ত্রণে রাখতে হবে ।“
৩০ শে আগষ্টের মেয়াদ শেষ হওয়ার আগেই করোনা সংক্রান্ত বিধিনিষেধ আরও ১৫ দিন বাড়ানো হল ।তবে ছাড় পাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিং সেন্টার গুলি। ৫০ শতাংশ পড়ুয়া নিয়ে খোলা যাবে সেন্টারগুলি । তবে বন্ধ ই থাকছে লোকাল ট্রেন , স্কুল ও কলেজ ।