বুধবার রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর জনসংযোগ
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ রানাঘাট উত্তর পশ্চিম হল পশ্চিমবঙ্গ এর অন্তর্গত একটি বিধানসভা কেন্দ্র। ২০১৬ সালে এই কেন্দ্রে জয়ী হন বাম- কংগ্রেস জোট সমর্থিত ভারতীয় জাতীয় কংগ্রেস প্রার্থী শঙ্কর সিং। তবে এরপর দল বদলে শঙ্কর সিং আসেন তৃণমূলে। এই কেন্দ্রের এবার বিদায়ী বিধায়ক শঙ্কর সিং।
অন্যদিকে তৃণমূল থেকে বিজেপিতে আসেন পার্থ সারথি চট্টোপাধ্যায়। এবার রানাঘাট উত্তর -পশ্চিম বিধানসভা কেন্দ্রে মূলত ত্রিমুখী প্রতিদ্বন্দ্বীতা। তৃণমূলের শঙ্কর সিং, বিজেপির পার্থসারথি চট্টোপাধ্যায় এবং সংযুক্ত মোর্চার প্রার্থী বিজয়েন্দু বিশ্বাস।
বুধবার ফুলিয়া এবং সংলগ্ন অঞ্চলে জনসংযোগ কর্মসূচিতে ব্যস্ততার মাঝেই পার্থবাবু জানালেন নিজের জয় নিয়ে তিনি প্রত্যয়ী। আগামী ১৭ এপ্রিল পঞ্চম দফার ভোটেই তার বহিঃপ্রকাশ হবে বলে তিনি আশাবাদী।