33 C
Kolkata
33 C
Kolkata
বৃহস্পতিবার, মার্চ 30, 2023

রঞ্জনা ‘ -র ১০বছরের উদযাপনে অঞ্জন -রানার হাত ধরে বড় পর্দায় আসছে বেলা বোস

কলকাতা মিডিয়া ওয়েব ডেস্কঃ

অঞ্জন দত্তের ছবি রঞ্জনা আমি আর আসব না মুক্তি পেয়েছিল ২০১১-র জুন মাসে ।এই ছবির হাত ধরেই গায়ক অঞ্জন দত্তের মানসপ্রিয়া রঞ্জনা জীবন্ত হয়েছিল দর্শকদের সামনে ।একই সঙ্গে রঞ্জনা আমি আর আসব না – র নায়িকা পার্নো মিত্রের অভিনয় জীবন ও ছুয়েঁ ফেলেছে ১০ বছর ।এর উদযাপনে প্রযোজক রানা সরকার জানিয়েছেন , রঞ্জনা র ১০ বছরের উদযাপনে আবার একসঙ্গে অঞ্জন -রানা ।তাদের হাত ধরে এবার সামনে আসবেন বেলা বোস ।এটা কি রঞ্জনার সিক্যুয়েল ? সেটা ছবি বলবে ,দাবি প্রযোজকের ।

নতুন ছবির নাম বেলা বোসের জন্য ।রানার কথায় , অঞ্জন দত্তের রঞ্জনা ,বেলা বোস , ম্যারিয়ান কে নিয়ে সাধারণ মানুষ বরাবরই কৌতুহলী । সেই কৌতুহল মেটাতেই এই আয়োজন ।এখনও পর্যন্ত শুধু বিষয় বাছা হয়েছে ।অঞ্জন দা চিত্রনাট্য লেখা শেষ করছেন । এখনও অভিনেতা বাছা হয় নি ।অঞ্জনের রঞ্জনা কে জীবন্ত করেছিলেন পার্নো ।বেলা বোস কে ফুটিয়ে তুলবেন এখনও সে সব ঠিক হয় নি । প্রযোজকের কথা অনুযায়ী , আগের ছবির মতো এই ছবিতে নায়ক নাও থাকতে পারেন ।তবে অঞ্জন দত্ত থাকবেন ।

ছবির গানের দায়িত্বে এবারে ও নীল দত্ত । নতুন গানের পাশাপাশি পুরনো গানও ব্যবহার করা হবে । তবে নতুন গান কারা গাইবেন এখনও ঠিক হয়নি৷ ।ছবির শুটিং হবে উত্তরবঙ্গে ।

- Advertisement -spot_img

Latest news

- Advertisement -spot_img

Related news

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.