কলকাতা মিডিয়া ওয়েব ডেস্কঃ
করোনাকালে শিক্ষার্থীদের পড়ানোর জন্য নয়া মডেল তৈরি করেছেন বাঙলার এক শিক্ষক ।যা নজর কেড়ে নিয়েছে রাষ্ট্রপতির ।তাই ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাকে ভার্চুয়ালি পুরস্কৃত করবেন। কিন্তু কি এই মডেল ।করোনা পরিস্থিতিতে অর্ধেক পড়ুয়া স্কুলে এবং অর্ধেক বড়িতে থেকে কিভাবে পড়াশোনা করতে পারবেন তা নিয়ে একটি মডেল তৈরি করেছেন তিনি ।
এর পাশাপাশি যষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রত্যেকটি বই এর QR কোড তৈরী করেছেন ।ফলে পড়ুয়ারা যেখানেই থাকুক না কেন , শুধু মোবাইল থাকলেই যেকোন বই পড়ে ফেলতে পারছেন । যা পছন্দ হয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের। এই পদ্ধতি রাজ্যের আর কোন স্কুল করেনি এখনো পর্যন্ত ।
পশ্চিমবঙ্গ থেকে একমাত্র রাষ্ট্রপতি পুরস্কার প্রাপক শিক্ষক হলেন হরিস্বামী দাস ।তিনি মালদার শোভানগর হাইস্কুলের প্রধান শিক্ষক ।গত বছর লকডাউন শুরু হওয়ার পর থেকেই মানসিক ভাবে দুর্বল হয়ে পড়ছিল ছাত্র ছাত্রীরা ।তাদের মানসিক ভাবে চাঙ্গা রাখতে পড়ুয়াদের বাড়ি বাড়ি গিয়ে দেখা করেছেন হরিস্বামীবাবু ও তাঁর সহ শিক্ষকেরা ।চলতি বছরে তিনি হাইব্রীড লার্নিং পদ্ধতি শুরু করার জন্য দিল্লিতে আবেদন জানান ।
হরিস্বামীবাবু বলেন ,” স্কুল বন্ধ থাকলেও অনলাইন ক্লাস , সেমিনার সব কিছুই হয়েছে । সারাবছর ধরেই বিভিন্ন সামাজিক কাজ করেছি আমরা । তার স্বীকৃতি পেলাম । খুবই ভাল লাগছে ।“ শিক্ষা মন্ত্রকের তরফে ২০২০ সালে হরিস্বামী দাস কে জল সংরক্ষণ ও নিখরচায় শিক্ষণ সামগ্রী তৈরীর জন্য দুবার জাতীয় পুরস্কার দেওয়া হয় ।