কলকাতা মিডিয়া ওয়েব ডেস্কঃ
সারাদিন পরিশ্রমের পর প্রত্যেকেই ক্লান্ত হয়ে বাড়ি ফেরেন ।তখন কারুরই স্কিন কেয়ার রুটিন অনুসরণ করতে ইচেছ করে না ।কোন রকমে ফ্রেশ হয়ে রাতের খাবার শেষ করে বিছানায় গা এলিয়ে দিতে পারলেই যেন স্বস্তি । ঘুমানোর আগে হয়তো সবাই ভেবে থাকেন ,কাল থেকে ঠিকঠাক ত্বকের যত্ন নেবেন , কিন্তু তা আর হয়ে ওঠে না ।আর এই অবহেলার কারণে ই ত্বকের ক্ষতি হয়ে যায় ।
সারাদিনের পর সঠিক ভাবে ত্বকের যত্ন না নেওয়া হলে ধুলোবালি এবং ত্বকের মৃত কোষ গুলো ত্বকের ছিদ্রতে আটকে যেতে পারে ।আর মেকআপ করলে ত্বকের ছিদ্রগুলোর ভেতরে ঢুকে যায় । যদি দীর্ঘক্ষণ মুখ পরিস্কার না করা হয়, তাহলে ত্বকের ছিদ্র গুলো বন্ধ হয়ে যায় । তাই রাতে ভালো ভাবে মুখ পরিস্কার করতে হবে । যদি সম্ভব হয় সপ্তাহে অন্তত একবার ত্বক এক্সফোলিয়েট করতে হবে ।
ব্রণ হওয়ার অন্যতম কারণ হল , বদ্ধ ছিদ্র এবং ব্যাকটেরিয়ায় আক্রান্ত হওয়া ।রাতে ভালোভাবে ত্বক পরিস্কার করলেএর ছিদ্রগুলো খুলে যায় এবং মুখ থেকে সমস্ত ময়লা দূর হয় , যার ফলে ব্যাকটেরিয়া সংক্রমণ করতে পারে না ।কিন্তু ত্বকে সারারাত মেকাপ থাকলে বিভিন্ন সমস্যা হতে পারে ।ব্ল্যাকহেডস এবং বিভিন্ন দাগ থেকে বাঁচতে অবশ্যই মেক আপ তুলে তারপর ঘুমাতে যেতে হবে ।