দোল বা হোলি মানেই রঙ ও আনন্দের উৎসব। লাল নীল হলুদ সবুজ বিভিন্ন রঙে আপনজনকে রাঙিয়ে দেওয়াতেই আসল আনন্দ।
দোলে রঙ মেখে ভুত করার বা হবার মধ্যে কোনো অন্যায় নেই। তবে রঙ তোলার সহজ ঘরোয়া উপায় জানা থাকলে আরও প্রাণ খুলে দোল উপভোগ করতে পারবেন। নিচে সেরকমই কয়েকটি উপায় দেওয়া হল।
লেবুর রস ও অ্যালোভেরা
অ্যালোভেরার রসে লেবুর রস মিশিয়ে মুখে মাখুন। তুলোর বল ভিজিয়ে মুখে লাগাতে পারেন।
বেসন ও চালের গুড়ো
সমপরিমাণ বেসন ও চালের গুড়ো নিয়ে তাতে হলুদ গুড়ো ও গোলাপ জল মিশিয়ে পেস্ট তৈরি করে ত্বকে লাগান। হলুদ অ্যান্টিসেপটিকের কাজ করবে ও ত্বকের কোনও সমস্যা হবে না
কলা
পাকা কলা দিয়ে মিশ্রণ তৈরি করুন। তাতে কয়েক ফোঁটা মধু ও দুধ মিশিয়ে নিন। ত্বকে মাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
মুসুর ডাল ও কমলালেবুর খোসা
মুসুর ডাল ও কমলালেবুর খোসা বেটে পেস্ট তৈরি করে নিন। তৈলাক্ত ত্বকের জন্য এটি বেশ উপকারী। পেস্টটি মুখে শুকিয়ে গেলে তুলে ফেলুন।
অ্যামন্ড ও মধু
অ্যামন্ড পেস্টের সঙ্গে মধু মিশিয়ে নিন। তাতে কয়েক ফোঁটা লেবুর রস দিতে পারেন। শুকিয়ে গেলে তুলে ফেলুন।
দই ও বেসন
আপনার ত্বক শুকনো হলে রঙ মাখলে তা আরও শুকিয়ে যেতে পারে। দই ও বেসন দিয়ে প্যাক তৈরি করে রঙ খেলে এসে মুখে মাখুন। ২০ মিনিট পরে তা ধুয়ে ফেলবেন।
অলিভ অয়েল
রঙ খেলার পরে ফেস প্যাক না লাগিয়ে আগেই অলিভ অয়েল বা নারকেল তেল মেখে নিন। পরে রঙ তুলতে সমস্যা হবে না
কলকাতা মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে জানাই ৷৷ শুভ দোলযাত্রা।।