বলিউড থেকে টলিউড, দীর্ঘ তিন দশকের কেরিয়ার, বানিজ্যিক ছবি থেকে অন্যধারার ছবিতে তাঁর অবাধ যাতায়াত, শতাধিক ছবিতে অভিনয়, নয়ের দশক থেকে আজও তাঁর জনপ্রিয়তা অক্ষুন্ন। তাঁর অভিনয় দক্ষতায় আজও একইরকম মুগ্ধ দর্শক। তিনি ঋতুপর্ণা সেনগুপ্ত। রবিবার আরও এক বসন্ত পার করলেন নায়িকা।
৫০ এ পা দিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। যদিও বয়সের কোনও ছাপ পড়েনি তাঁর চেহারায়, নিন্দুকেরাও তা মেনে নেন। উলটে ঋতুপর্ণার গ্ল্যামারও বাড়ছে দিন দিন। টলিউডের এই নায়িকা সকলের কাছে ‘ঋতুদি’ বলেই পরিচিত। ঋতুর জন্মদিনে তাঁকে ‘বার্থ ডে উইশ’ করলেন বুম্বাদা অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)।
রবিবার সকালে নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। হাসিমুখে ক্যামেরাবন্দি প্রসেনজিৎ – ঋতুপর্ণা। ছবি পোস্ট করে ক্যাপশনে লিখলেন, ‘শুভ জন্মদিন ঋতুপর্ণা সেনগুপ্ত। আগামী দিনগুলো খুব আনন্দে কাটুক।’ বুম্বা দার ছবিতে অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের অনুরাগীরা।
একসময় বাংলা সিনেমা জগতের অন্যতম জনপ্রিয় জুটি প্রসেনজিৎ – ঋতুপর্ণা। একাধিক ছবিতে তাঁরা একে অপরের বিপরীতে কাজ করেছেন। তাঁদের সম্পর্কে গুজবও কম রটেনি চলচ্চিত্র জগতে। অনেকেই বলে থাকেন, একসময় বাংলা ইন্ডাস্ট্রিকে প্রায় এককভাবে বহন করেছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটি। পরিচালক একচেটিয়া কাস্ট করেছেন তাঁদের।