27 C
Kolkata
27 C
Kolkata
শনিবার, মার্চ 25, 2023

Ronaldo Joins Man United: ঘরের ছেলে ঘরে! রোনাল্ডোর সই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে

অবশেষে সমস্ত প্রতীক্ষার অবসান ঘটল। ক্লাব ফুটবলের দলবদলের ইতিহাসে আরেক নাটকীয় মুহূর্ত হাজির হল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর হাত ধরে। তিনি যে য়ুভেন্তাসে থাকবেন না, ক্লাব পাল্টাতে চান, সেই ইঙ্গিত আগে থেকেই ছিল। তাঁর এজেন্টের সঙ্গে ম্যাঞ্চেস্টার সিটির কথাবার্তাও অনেক দূর এগিয়ে গিয়েছিল। কিন্তু সেখান থেকে যে শেষ মুহূর্তে একশো আশি ডিগ্রি ঘুরে ওল্ড ট্রাফোর্ডে প্রত্যাবর্তন ঘটাবেন সিআরসেভেন, সেই ইঙ্গিত ঘুণাক্ষরেও ছিল না। জুভেন্তাস ছেড়ে শেষ পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। একথা দলের পক্ষ থেকে একটি টুইট করে নিশ্চিত করা হয়েছে।  আগামী মরসুমে ফের ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জার্সিতে খেলতে দেখা যাবে তাঁকে।

ক’দিন আগেই বার্সেলোনা ছেড়ে PSG দলে যোগ দিয়েছেন লিওনেল মেসি। আর এবার পালা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। সূত্রের খবর, তিনি নাকি ইতিমধ্যেই ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ২ বছরের চুক্তিতে সই করে ফেলেছেন। যদিও ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কিছুই জানানো হয়নি।

য়ুভেন্তাসে তাঁর শেষ দিনের অনুশীলনে মাত্র ৪০ মিনিটের জন্য ছিলেন রোনাল্ডো। ৪০ মিনিট থাকলেও অনুশীলন করেননি রোনাল্ডো। তার পরেই বেরিয়ে যান। আর কয়েক ঘণ্টার মধ্যেই তিনি ক্লাব ছাড়তে চলেছেন বলে আগাম জানিয়ে রেখেছিলেন ইতালির নামী সাংবাদিক ফ্যাব্রিজিয়ো রোমানো। জানা গিয়েছিল, রোনাল্ডো অপেক্ষা করছেন ম্যাঞ্চেস্টার সিটির থেকে সরকারি ভাবে চুক্তি হাতে পাওয়ার। কারণ শেষ পর্যন্ত পুরোটাই মৌখিক ভাবে হয়েছিল। রোনাল্ডোর এজেন্ট জর্জ মেন্দেজের সঙ্গে কথা হয়েছিল ম্যান সিটির। রোমানো দাবি করেছিলেন, ম্যাঞ্চেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলার সঙ্গে ফোনে কথা হয়েছে রোনাল্ডোর। জানা গিয়েছিল, ৩১ অগাস্ট ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগেই নতুন দলে সই করতে চলেছেন পর্তুগিজ তারকা।

২০০৩ সালে স্পোর্টিং লিসবন ছেড়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবে যোগ দিয়েছিলেন। সেখান থেকে ২০০৯ সালে ফের করেন ক্লাব পরিবর্তন। যোগ দিলেন রিয়াল মাদ্রিদে। তবে তার আগে হয়ে পর্তুগিজ ফুটবল অধিনায়ক ম্যান ইউয়ের হয়ে ২৯২ ম্যাচে ১১৮ গোল করেছিলেন। সেইসঙ্গে তাঁর ঝুলিতে এসেছে একটি চ্যাম্পিয়ন্স লিগের খেতাব। পাশাপাশি তিনটি প্রিমিয়ার লিগসহ মোট নটি শিরোপা। রোনাল্ডোর তারকা হয়ে ওঠার পিছনে ম্যানচেস্টার ইউনাইটেডের যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

- Advertisement -spot_img

Latest news

- Advertisement -spot_img

Related news

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.