হোম আইসোলেশন থেকে হাসপাতালে ভর্তি করা হল করোনা আক্রান্ত শচীন তেন্ডুলকারকে
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ করোনা আক্রান্ত হওয়ার কয়েকদিনের মধ্যেই হাসপাতালে ভর্তি করতে হল কিংবদন্তী ক্রিকেটার শচীন তেন্ডুলকারকে। এতদিন হোম আইসোলেশনে রেখেই চিকিৎসা চলছিল তাঁর। যদিও চিকিৎসকরা জানিয়েছেন মাস্টারব্লাস্টারের শারীরিক অবস্থা স্থিতিশীল। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশ জুড়ে শুরু হয়েছে শচীনের জন্য আরোগ্য কামনা করে প্রার্থনা।
শচীন নিজের টুইটার হ্যান্ডেল থেকেও একটি টুইটে শুক্রবার জানিয়েছেনআপনাদের সবার শুভেচ্ছা এবং প্রার্থনার জন্য অসংখ্য ধন্যবাদ। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে চিকিৎসকদের পরামর্শে আমাকে হাসপাতালে ভরতি করা হয়েছে। আশা করি কয়েকদিনের মধ্যেই বাড়িতে ফিরব। সবাই সাবধানে থাকুন এবং
উল্লেখ্য গত ২৭ মার্চ করোনা আক্রান্ত হওয়ার খবর শচিন নিজেই ট্যুইট করে জানিয়েছিলেন। মাস্টার ব্লাস্টার জানিয়েছিলেন, সবরকম সচেতনতা অবলম্বন করার পরেও দুর্ভাগ্যবশত করোনা পজিটিভ হওয়ার রিপোর্ট এসেছে। বাড়ির সকলের রিপোর্ট অবশ্য নেগেটিভ।
শচীন বলেছিলেন যে, তাঁর শরীরে কোভিড ১৯-এর মৃদু লক্ষণ ধরা পড়েছে। সরকারি নিয়ম মেনে স্থিতিশীল অবস্থাতেই তিনি নিজেকে হোম কোয়ারেন্টিনে রেখেছেন বলে জানিয়েছিলেন মাস্টার ব্লাস্টার। তবে চিকিৎসকদের পরামর্শেই শেষ পর্যন্ত সাবধানতা হিসাবে শচীনকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে।