সলমন খান (Salman Khan)কে বিমানবন্দরে আটকে ছিলেন মুম্বই বিমানবন্দরের এক CISF আধিকারিক। ঘটনার কয়েকদিন কাটতে না কাটতেই বিপাকে পড়তে হল এএসআই সোমনাথ মোহান্তি (ASI Somnath Mohanty)। বাজেয়াপ্ত করা হয়েছে ওই CISF অফিসারের ফোন। জানা যাচ্ছে, নিজের ডিপার্টমেন্টেই উচ্চ পদস্থ আধিকারিকদের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয় তাঁকে।
গত শুক্রবার টাইগার-৩ (Tiger-3) ছবির শ্যুটিংয়ে আগামী ২ মাসের জন্য রাশিয়া (Russia) উড়ে যান সল্লু। যাওয়ার আগে মুম্বই বিমানবন্দরে ঘটেছিল এই ঘটনাটি। সলমনের রাশিয়ায় রওনা দেওয়ার খবর প্রকাশ্যে আসতেই বিমানবন্দরের সামনে ভিড় জমিয়েছিলেন চিত্র সাংবাদিকরা। আর তাঁদের ক্যামেরার সামনে সলমন পোজ দিয়েই চলেছিলেন। ক্যামেরার ক্লিকে অভিনেতা এতটাই মশগুল ছিলেন যে, বিমানবন্দরে গেটে ঢোকার নিরাপত্তাবিধি ঠিকমতো পালন করতেই ভুলে যাচ্ছিলেন। ঠিক এমন সময়ে গোটা কাণ্ড দেখে বিরক্তিতে চিৎকার করে উঠলেন দায়িত্বে থাকা CISF অফিসার। সোজা সলমনকে বলেন, আগে নিয়ম মানুন, তারপর এসব হবে। পুলিসের বাধায় থমকে যেতে হয় ভাইজানকে। বিমানবন্দরের নিরাপত্তা বেষ্টনী না মেনে সোজা মেইন গেটে ঢুকতে যাচ্ছিলেন সল্লু (Salman Khan)। আর তখনই CISF আধিকারিকরা তাঁকে আটকে দেন। সেই ভিডিয়ো উঠে আসে ভাইরাল ভায়ানির ইনস্টাগ্রামে। একজন সুপারস্টারের সামনেও একজন অফিসার নিজের দায়িত্ব পালন করেছেন তা দেখে খুশিই হন নেটিজেনরা।