ঘরে দমবন্ধ করা পরিবেশ! কেমন যেন মন খারাপ হয়ে যাচ্ছে ঘরে ঢুকলেই! পরিজনেরা ভালো কথা বললেও বিরক্ত লাগছে! পারিবারিক সদস্যদের মধ্যে ঝামেলা ঝঞ্জাট লেগেই আছে! ঘরের চারদিকে বিষন্নতা ছেয়ে আছে! মেজাজ খিটখিটে হয়ে আছে কিছুই যেন ভালো লাগছে না! মনে রাখবেন আপনার ঘরে ধীরে ধীরে অশুভ শক্তি গ্রাস করছে, এর কুপ্রভাব থেকে নিজেকে এবং নিজের পরিবারকে বাঁচান।
প্রতিদিন ঘর মোছার সময় জলের মধ্যে কিছুটা লবন মিশিয়ে নিন, সেই জল দিয়ে সম্পূর্ণ ঘর মুছুন। আর একটা কাঁচের পাত্রে অর্ধেক জল নিয়ে তাতে এক টুকরো কর্পূর দিয়ে ঘরের উত্তর পূর্ব কোনে রেখে দিন, কর্পূর আর লবন আপনার ঘরের কুপ্রভাব দুর করবে, ঘরে শুদ্ধ বাতাবরণ তৈরী হবে।