সামসেরগঞ্জ, জঙ্গিপুরে নির্বাচন আগামী ১৬ মে
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ মুর্শিদাবাদের দুই কেন্দ্র সামসেরগঞ্জ ও জঙ্গিপুরে ১৬ মে নির্বাচন। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের তরফ থেকে একথা জানানো হয়েছে। এই ২ কেন্দ্রের সংযুক্ত মোর্চার প্রার্থীরা করোনা আক্রান্ত হয়ে মারা যান।
ফলে ওই দুই কেন্দ্রের ভোট স্থগিত হয়ে যায়। পরে নির্বাচন কমিশন ওই ২ কেন্দ্রের নির্বাচনের দিন ঘোষণা করেন ১৩ মে। তবে ওই দিন ঈদের উৎসব থাকায় দিন পরিবর্তনের আর্জি জানানো হয় বিভিন্ন রাজনৈতিক মহল থেকে। বৃহস্পতিবার সেই দাবিকে মান্যতা দিয়ে ১৬ মে নির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন।
প্রসঙ্গত, গত ১৫ এপ্রিল করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল সামশেরগঞ্জ বিধানসভার কংগ্রেস প্রার্থী রেজাউল হকের। আর ঠিক তার পরদিনই সেই করোনার কারণেই মৃত্যু হয় জঙ্গিপুরের আরএসপি প্রার্থী প্রদীপ নন্দীর