25 C
Kolkata
25 C
Kolkata
শুক্রবার, মার্চ 31, 2023

সেরা আটটি রোমান্টিক হনিমুন ডেসটিনেশন

কলকাতা মিডিয়া ওয়েব ডেস্কঃ

হনিমুন নিয়ে নবদম্পতি রা খুবই উত্তেজিত থাকে ।বিয়ের পরে একে অপরকে নিবিড়ভাবে পাওয়া সম্ভব হয় এই হনিমুনে ।তাই আসুন জেনে নিই কতগূলি রোমান্টিক জায়গার ঠিকানা ।

সিঙ্গাপুর
সাজানো গোছানো ছোট্ট এই দ্বীপ শহর প্রেম করার জন্য আদর্শ ।উপরি পাওনা হল জমিয়ে কেনাকাটা করার সুযোগ । অনেক কিছু দেখার আছে এখানে ।যেমন মেরিনা বে, সিঙ্গাপুর নাইট সাফারি, ইউনিভারসাল স্টুডিও ইত্যাদি । এখানে সারাবছরই যাওয়া যায় তবে নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত আবহাওয়া মনোরম থাকে ।

সেশেলস

এটাও একটা দ্বীপ ।বেশ অন্য রকমের একটা হনিমুন চাইলে এখানে যাওয়া যেতেই পারে ।এই দ্বীপকে আইল্যান্ড অফ লাভ ও বলা হয়।

মরিশাস

ভারত মহাসাগরের বুকে অবস্থিত এই দ্বীপ জনপ্রিয়তা পেয়েছে অনেক আগে ।এখানকার সুন্দর সৈকতে আছে সাদা বালি ,অসংখ্য নাম না জানা পাখী আর আগ্নেয়গিরি ।

প্যারিস

প্যারিস বাদ দিয়ে কোনো রোমান্টিক তালিকা সম্পূৰ্ণ হয় না ।আইফেল টাওয়ার ,ফরাসি খাবার আর সুন্দর অলিগলিতে হাত দিয়ে ঘোরা এক কথায় অনবদ্য ।

লোম্বক দ্বীপ

বালির মত এতটা জনপ্রিয় না হলেও এই দ্বীপের আকর্ষণ কিছু কম নয় । যে সব দম্পতি ক্যাম্পিং ভালবাসেন তারা এখানে একবার ঢু মারতে পারেন ।

কোহ রঙ, কাম্বোডিয়া

এই জায়গাটি মূলত বিখ্যাত মন্দিরের জন্য ।তবে এই ছোট্ট দ্বীপ টি তাঁদের জন্য যারা এই সময়টুকু নিজের মতো করে কাটাতে চান ।

গোল্ড কোষ্ট ,অস্ট্রেলিয়া

হনিমুন কাপলদের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে এই জায়গাটি ।যারা সমুদ্র ভালবাসেন তাদের এই জায়গাটি খুব ভালো লাগবে ।

ফিজি আইল্যান্ড

সোনালী সৈকত আর নারকেল গাছে ঘেরা এই দ্বীপ টি হনিমুনের জন্য আদর্শ ।এখানকার তাভেউনি ঝর্ণা বিখ্যাত ।এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত মোটামুটি সেরা সময় এখানে যাওয়ার ।

- Advertisement -spot_img

Latest news

- Advertisement -spot_img

Related news

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.