কলকাতা মিডিয়া ওয়েব ডেস্কঃ
হনিমুন নিয়ে নবদম্পতি রা খুবই উত্তেজিত থাকে ।বিয়ের পরে একে অপরকে নিবিড়ভাবে পাওয়া সম্ভব হয় এই হনিমুনে ।তাই আসুন জেনে নিই কতগূলি রোমান্টিক জায়গার ঠিকানা ।
সিঙ্গাপুর
সাজানো গোছানো ছোট্ট এই দ্বীপ শহর প্রেম করার জন্য আদর্শ ।উপরি পাওনা হল জমিয়ে কেনাকাটা করার সুযোগ । অনেক কিছু দেখার আছে এখানে ।যেমন মেরিনা বে, সিঙ্গাপুর নাইট সাফারি, ইউনিভারসাল স্টুডিও ইত্যাদি । এখানে সারাবছরই যাওয়া যায় তবে নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত আবহাওয়া মনোরম থাকে ।
সেশেলস
এটাও একটা দ্বীপ ।বেশ অন্য রকমের একটা হনিমুন চাইলে এখানে যাওয়া যেতেই পারে ।এই দ্বীপকে আইল্যান্ড অফ লাভ ও বলা হয়।
মরিশাস
ভারত মহাসাগরের বুকে অবস্থিত এই দ্বীপ জনপ্রিয়তা পেয়েছে অনেক আগে ।এখানকার সুন্দর সৈকতে আছে সাদা বালি ,অসংখ্য নাম না জানা পাখী আর আগ্নেয়গিরি ।
প্যারিস
প্যারিস বাদ দিয়ে কোনো রোমান্টিক তালিকা সম্পূৰ্ণ হয় না ।আইফেল টাওয়ার ,ফরাসি খাবার আর সুন্দর অলিগলিতে হাত দিয়ে ঘোরা এক কথায় অনবদ্য ।
লোম্বক দ্বীপ
বালির মত এতটা জনপ্রিয় না হলেও এই দ্বীপের আকর্ষণ কিছু কম নয় । যে সব দম্পতি ক্যাম্পিং ভালবাসেন তারা এখানে একবার ঢু মারতে পারেন ।
কোহ রঙ, কাম্বোডিয়া
এই জায়গাটি মূলত বিখ্যাত মন্দিরের জন্য ।তবে এই ছোট্ট দ্বীপ টি তাঁদের জন্য যারা এই সময়টুকু নিজের মতো করে কাটাতে চান ।
গোল্ড কোষ্ট ,অস্ট্রেলিয়া
হনিমুন কাপলদের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে এই জায়গাটি ।যারা সমুদ্র ভালবাসেন তাদের এই জায়গাটি খুব ভালো লাগবে ।
ফিজি আইল্যান্ড
সোনালী সৈকত আর নারকেল গাছে ঘেরা এই দ্বীপ টি হনিমুনের জন্য আদর্শ ।এখানকার তাভেউনি ঝর্ণা বিখ্যাত ।এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত মোটামুটি সেরা সময় এখানে যাওয়ার ।