কলকাতা মিডিয়া ওয়েব ডেস্কঃ
অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা কে পর্ণ কান্ডের জেরে গ্রেফতারের পর থেকে পর্ণকান্ডের হদিশ মিলছে দেশের বিভিন্ন প্রান্তে ।বিভিন্ন জায়গায় সেক্স র্যাকেট চালানোর ঘটনা একটার পর একটা সামনে আসছে ।তাতেই চোখ কপালে উঠেছে পুলিশ কর্তাদের ।একের পর এক নাম জড়িয়েছে এই ঘটনার তদন্তে । বিস্ফোরক মন্তব্য করতে দেখা গেছে বেশ কিছু সেলেবদের ।
এইরকমই এক ঘটনার জেরে মুম্বাইয়ের জুহুর একটি বিলাসবহুল হোটেল থেকে সেক্স র্যাকেটের এ জড়িত ৩২বজর বয়সী এক মডেল ও এক অভিনেতাকে গ্রেফতার করা হয়েছে । ক্রাইম ব্রাঞ্চের কর্মকর্তারা অভিযান চালিয়ে এই মডেলকে গ্রেফতার করে বলে খবর ।দুজনেই বিশিষ্ট বিনোদন চ্যানেলের পাশাপাশি একটি সাবানের বিজ্ঞাপনে কাজ করেছিলেন বলে জানা গিয়েছে ।
ক্রাইম ব্রাঞ্চের একজন আধিকারিক জানিয়েছেন , অভিযুক্তের বিরুদ্ধে আইপিসি এবং অনৈতিক কার্যকলাপ আইনের বিধান অনুযায়ী অভিযোগ আনা হয়েছে এবং সান্তাক্রুজ পুলিশ বিষয়টি আরও তদন্ত করছে ।