33 C
Kolkata
33 C
Kolkata
বুধবার, মার্চ 29, 2023

স্বনির্ভর গোষ্ঠীর নাম করে আর্থিক প্রতারণার শিকার বহু মহিলা

কলকাতা মিডিয়া ওয়েব ডেস্কঃ

আবার আর্থিক প্রতারণার চক্রের হদিশ পাওয়া গেল বেহালা পর্ণশ্রী থানার বকুলতলায় । ওই এলাকার গুলে পাড়ায় মহিলাদের “স্বনির্ভর সাথী উন্নয়ন গোষ্ঠী “নামে একটি স্বনির্ভর গোষ্ঠী চালাতো ববি বন্দ্যোপাধ্যায় নামে এক মহিলা । গত দু তিন ধরে ওই স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা জানতে পারেন , তাদের সঞ্চয়ের টাকা থেকে আরম্ভ করে , ঋণের কিস্তির কোনও টাকা ব্যাঙ্কে জমা পড়ছে না । বৃহস্পতিবার সকালে তাঁরা ওই অফিসে এসে ক্ষোভে ফেটে পড়েন ।

উত্তেজিত হয়ে অফিসের সামনে বিক্ষোভ দেখান মহিলারা । পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় । ববি বন্দ্যোপাধ্যায় সহ তার অফিসের কয়েকজনকে পুলিশ আটক করেছে । ২০০৭ সালে থেকে এলাকার বিভিন্ন মেয়েদের নিয়ে দশ জন করে এক একটি গোষ্ঠী বানিয়ে মাসিক সঞ্চয় প্রকল্প শুরু করেছিল ওই সংস্থা । সঙ্গে মহিলাদের গ্রুপ হিসাবে ঋণ করিয়ে দিত ব্যাঙ্ক থেকে । যে সমস্ত মহিলা এই স্বনির্ভর গোষ্ঠীতে ছিলেন তাদের বেশিরভাগ প্রান্তিক পরিবারের ।

আনুমানিকভাবে হিসাব পাওয়া গিয়েছে , দু থেকে আড়াই কোটি টাকার প্রতারণা হয়েছে । স্থানীয়দের অভিযোগ , বামেদের আমলে এই মহিলা যখন ব্যবসা শুরু করেছিলেন তখন তিনি বামেদের ঘনিষ্ঠ ছিলেন । এখন বর্তমান শাসক দলের নেতাদের ঘনিষ্ঠ তিনি । সরশুনা থানাতে অভিযোগ জানিয়েছেন অনেকেই । কিন্তু মহিলাদের কাছে প্রতারিত হওয়ার উপযুক্ত কাগজপত্র নেই ।টাকা জমা করার যে চালান রয়েছে সেগুলিতে সংস্থার নামের ও উল্লেখ নেই ।এখন সবার চিন্তা , আগের চিটফান্ডের মতো , এটাও বিশবাঁও জলে চলে যাবে না তো ?

- Advertisement -spot_img

Latest news

- Advertisement -spot_img

Related news

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.