এবারের বিধানসভা নির্বাচনে নিজের পুরোনো কেন্দ্রে ভাবনীপুর থেকে না লড়ে নন্দীগ্রামে প্রার্থী হন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রাম থেকে ভোটে লড়ে শুভেন্দু অধিকারীর কাছে ভোটে হেরে যান মমতা বন্দ্যোপাধ্যায়। শোভনদেব চট্টোপাধ্যায়কে ভবানীপুর কেন্দ্রে প্রার্থী করা হয়। ভবানীপুরে জয়ী হন শোভনদেব। ভবানীপুর থেকে নির্বাচনে লড়তে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনই জল্পনা চলছিল। সেই জল্পনা অনেকটাই সত্যি করে ভবানীপুর কেন্দ্রের বিধায়কের পদ থেকে ইস্তফা দিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। বিধানসভায় গিয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে ইস্তফা জমা দেন তিনি। তৃণমূল সূত্রে জানা গেছে, নিজের পুরোনো কেন্দ্র ভবানীপুর থেকে ফের ভোটে লড়বেন মুখ্যমন্ত্রী। এক্ষেত্রে শোভনদেব চট্টোপাধ্যায়কে দলের তরফে রাজ্যসভায় পাঠানো হবে বলে খবর।
ফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ছমাসের মধ্যে কোনও একটি বিধানসভা কেন্দ্র থেকে জিতে আসতে হবে। তাই এবার নিজের পুরোনো কেন্দ্র ভাবনীপুর থেকেই লড়বেন মুখ্যমন্ত্রী।