কথায় বলে ‘ফুলের রাজা গোলাপ’। বিশেষ দিন হোক কিংবা কোনও অনুষ্ঠান সবেতেই হিট এই ফুল।
গোলাপ শুধু মাত্র ভালোবাসার ফুলই নয়।বিশ্বের অনেক দেশেই গোলাপ ফুল খাওয়ার প্রচলন রয়েছে।ভিটামিন সি পাওয়া যায় গোলাপের পাপড়িতে;এটা বিভিন্ন ধরণের রান্নায় বিশেষ করে মিষ্টি জাতীয় খাবারে তৈরিতে ব্যবহার করা হয়। গোলাপের মন মাতানো গন্ধ অ্যারোমা থেরাপির কাজ করে।
১. মানসিক চাপ এবং হতাশা দূর করতে গোলাপের বিকল্প নেই। একটি গবেষণা অনুসারে যখন গোলাপের নির্যাসের সুবাস নেয়া হয় তখন তা চরম প্রশান্তি সৃষ্টি করে। গোলাপের পাপড়ি এবং এর নির্যাস এই ধরনের সমস্যা দূর করতে অনেক কার্যকরী।
২. মুলতানি মাটির সঙ্গে শুকনো গোলাপের পাপড়ি মিশিয়ে ফেসপ্যাক তৈরি করুন। এটি ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে।
৩. কোষ্ঠ কাঠিন্যের সমস্যা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গোলাপের পাপড়ির গুঁড়ো।
৪. কাশি, গলা ব্যথা কমাতে চাইলে গোলাপের পাপড়ি জলে গার্গল করুন, উপকার পাবেন।
৫. দাঁতের ক্যাভিটি বা ক্ষয় রোধ করতে রোজ হার্ভাল টি একেবারে যথাযথ।
৬. যৌন ক্ষমতা বৃদ্ধিতে গোলাপের ভূমিকা অনেকটা
৭. শুকনো পাপড়ির সঙ্গে চায়ের গুঁড়ো যোগ করে চা বানানো যায়। এটা খেলে আপনার শরীরের অধিকাংশ মেদ ঝরবে।
৮. গোলাপ পাতায় উচ্চমাত্রায় ভিটামিন সি আছে যা সানস্ক্রিন হিসেবে চমৎকার কাজ করে।শশার রসের সঙ্গে সামান্য একটু গ্লিসারিন ও পাতার রস নিয়ে লোশন তৈরি করে মুখে লাগালে অনেক উপকার পাওয়া যাবে।
৯. চুলের গোড়ায় গোলাপজল লাগিয়ে কিছুক্ষণ ম্যাসাজ করলে খুশকির মতো ভয়াবহ সমস্যা দূর হয়।
১০. ঠোঁটের উজ্জ্বল ভাব রাখতে সাহায্য করে গোলাপ ফুল। এক চামচ গোলাপ ফুলের পেস্ট, এক চামচ চিনি, এক চামচ লেবুর রস ভালো করে মিশিয়ে নিয়ে ঠোঁটের ওপরে ঘষে ঘষে লাগান। ঠোঁটের মৃতকোষ দূর করতে সাহায্য করে গোলাপ ফুল।
সুতরাং গোলাপ দিয়ে শুধু প্রেম নিবেদন বা ভালোবাসার প্রকাশ হয় তাই নয়, গোলাপ যে এমনিতেও খুবই উপকারী তা প্রমাণিত।