কলকাতা মিডিয়া ওয়েব ডেস্কঃ
দেখতে দেখতে দেড় বছরের বেশী হয়ে গিয়েছে , দেশের অধিকাংশ জায়গায় স্কুল ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে । বারবার প্রশ্ন উঠেছে, কবে ফের খুলে দেওয়া হবে স্কুলগুলি । এই পরিস্থিতিতে শিক্ষক শিক্ষিকাদের টিকাদানের বিষয়টিকে অগ্রাধিকার দিতে সব রাজ্যকে অনুরোধ জানাল কেন্দ্র ।বুধবারই জানিয়ে দেওয়া হল , টিকার ২ কোটি অতিরিক্ত ডোজ দেওয়া হবে রাজ্যগুলিকে ।লক্ষ্য, শিক্ষক দিবস অর্থাৎ ৫ই সেপ্টেম্বরের মধ্যেই যাতে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের টিকা দেওয়া সম্ভব হয় ।
স্বাস্থ্য মন্ত্রী মনসুখ মান্ডব্য বুধবার জানিয়েছেন , সব রাজ্যকেই অতিরিক্ত টিকা দেওয়া হচ্ছে ।সব মিলিয়ে ২ কোটি অতিরিক্ত টিকার ডোজ দেওয়া হচ্ছে । আমরা সব রাজ্যকেই অনুরোধ করেছি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের টিকাকরণ ৫ই সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করতে।
কিন্তু দিন দশেকের মধ্যে কি করে সম্ভব হবে সব শিক্ষকদের টিকাকরণ ।দেশে স্কুল শিক্ষক শিক্ষিকাদের সংখ্যা ৮কোটির ও বেশি । তবে মনে করা হচ্ছে তাদের অধিকাংশেরই গত কয়েক মাসে টিকাকরণ হয়ে গিয়েছে । যদিও কেন্দ্র শিক্ষক দের ফ্রন্টলাইন কর্মী হিসেবে চিহ্নিত করেনি তবু বহু রাজ্যই শিক্ষকদের টিকার ক্ষেত্রে অগ্রাধিকার দিয়েছে । আসলে দীর্ঘ দিন ধরে বন্ধ থাকা স্কুল খোলার ক্ষেত্রে শিক্ষক দের ভূমিকার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
এর আগে ইউনেস্কো ভারতসহ সমস্ত দেশের কাছেই আবেদন জানিয়েছে , শিক্ষকদের টিকাকে অগ্রাধিকার দেওয়ার জন্য ।তবে অনুরোধ জানানো সত্বেও ১৯৭ টি দেশের মধ্যে মাত্র ২১ টি দেশ তা দিয়েছে বলে দাবি ইউনেস্কোর ।