কলকাতা মিডিয়া ওয়েব ডেস্কঃ
বর্ধমানের মিহিদানা ও সীতাভোগের জন্য এবার স্পেশাল এনভেলাপ বা খাম চালু হল । সৌজন্যে ভারতীয় ডাক বিভাগ । শুক্রবারই বর্ধমানের ডাক অফিসে উদ্বোধন করা হল স্পেশাল কভারটি। ইতিমধ্যেই শতবর্ষ পার করেছে বর্ধমানের প্রসিদ্ধ এই দুই মিষ্টি ।
১৯০৫ সালে বড়লাট লর্ড কার্জন বর্ধমানে এসেছিলেন ।তাঁকে মধ্যান্হ ভোজে বিশেষ মিষ্টি খাওয়ানোর জন্য কারিগরকে নির্দেশ দেন বর্ধমানের মহারাজ । লর্ড কার্জনের কাছে দেওয়া হয়েছিল সীতাভোগ ও মিহিদানা । মিষ্টির স্বাদ গ্রহণ করে উচ্ছসিত হয়েছিলেন বড়লাট ।সেদিন থেকেই সীতাভোগ ও মিহিদানার জয়যাত্রা শুরু । রাজ্যের বিভিন্ন প্রান্তে তো বটেই , ভিন রাজ্যেও নিয়মিত পাড়ি দিচ্ছে এই দুই মিষ্টি ।
বর্ধমানের সীতাভোগ ও মিহিদানার সুখ্যাতি বিশ্বজোড়া ।২০১৭ সালে জিওগ্রাফিকাল আইডেন্টিফিকেশন বা জিআই ট্যাগ ও পেয়েছে মিহিদানা ও সীতাভোগ ।এবার ডাক বিভাগ ও স্বীকৃতি দিল এই দুই মিষ্টিকে। সীতাভোগ ও মিহিদানার ছবি ও তথ্য সম্বলিত বিশেষ খাম চালু করা হল ।সারা দেশের সব পোস্ট অফিসে ২০টাকা মূল্যের এই খাম পাওয়া যাবে ।
বর্ধমান মুখ্য ডাকঘরে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাউথ বেঙ্গল রিজিওনের পোস্টমাস্টার জেনারেল শশী শালিনী কুজুর ।এছাড়াও উপস্থিত ছিলেন ডাক বিভাগের বর্ধমান ডিভিশনের সুপারিনটেন্ডেন্ট ও বর্ধমান সীতাভোগ ও মিহিদানা ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি প্রমোদ সিং ।ডাক বিভাগের এই উদ্যোগে খুশি বর্ধমানের মিষ্টান্ন প্রস্তুতকারকেরা ।