রক্তাক্ত শীতলকুচি, কেন্দ্রীয় বাহিনীর গুলিতে নিহত চার, রিপোর্ট তলব কমিশনের
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ রাজ্যে চতুর্থ দফার নির্বাচনে ৪৪টি আসনে ভোটগ্রহণ চলছে আজ ১০ এপ্রিল, শনিবার। ওই ৪৪ আসনের মধ্যে দক্ষিণ ২৪ পরগনায় ১১, হাওড়ায় ৯, হুগলিতে ১০, কোচবিহারে ৯ এবং আলিপুরদুয়ারের ৫টি আসন রয়েছে। বাংলায় প্রথম দফায় ৩০, দ্বিতীয় দফায় ৩০ এবং তৃতীয় দফায় ৩১ আসনে ভোট হয়েছে। তবে গত ৩ দফার তুলনায় চতুর্থ দফায় নজরে থাকা প্রার্থীর সংখ্যা একটু বেশিই।
তবে এদিন সকাল থেকেই রণক্ষেত্রের চেহারা নেয় কোচবিহারের শীতলকুচি বিধানসভা কেন্দ্র। সকালে জানা যায় বছর আঠারোর এক প্রথম ভোটারের মৃত্যু হয়েছে গুলিতে। তাকে বিজেপির সমর্থক বলেও দাবি করা হয়।
সকাল ১১.০৮ মিনিটে শীতলকুচির জোড় পাটকিতে ১২৬ নম্বর বুথে গুলি চালনার অভিযোগ ওঠে। ৷ গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে চারজনের। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ৷ তৃণমূলকর্মীদের দাবি, চারজনের মৃত্যু হয়েছে। আরও কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ঘটনায় রিপোর্ট তলব নির্বাচন কমিশনের।(ছবি প্রতীকী)
[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]