করোনায় মৃত সীতারাম ইয়েচুরির জেষ্ঠ পুত্র আশিস, শোকবার্তা মোদী- মমতার
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ করোনার দ্বিতীয় ঢেউ এবার প্রাণ কাড়ল সিপিআইএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির বড় ছেলে আশিষের।পেশায় সাংবাদিক ছিলেন আশিস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এক টুইট বার্তায় সীতারাম ইয়েচুরিকে সমবেদনা জানিয়েছেন। ইয়েচুরির ছেলের মৃত্যু সংবাদ পাওয়ার পরেই টুইট করে সমবেদনা জানিয়েছেন পশ্চিমবঙ্গের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
টুইটারে ইয়েচুরি লিখেছেন, ‘অত্যন্ত বেদনার সঙ্গে জানাচ্ছি, আমার বড় ছেলেকে হারালাম। সকালে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আশিসের। যাঁরা আমাদের পাশে ছিলেন, তাঁদের ধন্যবাদ। সমস্ত ডাক্তার, নার্স, ফ্রন্টলাইন ওয়ার্কার, স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ পাশে থাকার জন্য।
এদিকে, অতীতের সব রেকর্ড ভেঙে গেল দেশে। ভারতে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা এবার ৩ লাখের গণ্ডি পার করল। রীতিমতো ভয়াবহ পরিস্থিতি দেশজুড়ে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১৪ হাজার ৮৩৫ জন।