কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ আর সিঙ্ঘু সীমান্তে মাটি কামড়ে পরে থেকে আন্দোলন নয়। সরাসরি রাজনীতির ময়দানে সামিল হতে চলেছেন কৃষক আন্দোলনের নেতারা। পশ্চিমবঙ্গ, পুদুচেরি, তামিলনাড়ু, অসম সর্বত্র গিয়ে বিজেপির বিরুদ্ধে প্রচার করবেন তাঁরা। উল্লেখ্য এই সবকটি রাজ্য এবং পুদুচেরির মত কেন্দ্রশাসিত অঞ্চলে রয়েছে বিধানসভার নির্বাচন।
স্বরাজ ইন্ডিয়ার সর্বভারতীয় সভাপতি যোগেন্দ্র যাদব জানিয়েছেন সংযুক্ত কিষাণ মোর্চা এই সিদ্ধান্ত নিয়েছে। তবে তৃণমূল নাকি জোট কারপক্ষে সংযুক্ত কিষাণ মোর্চা প্রচার করবে তা এখনও স্পষ্ট নয়। তবে স্বরাজ ইন্ডিয়ার সর্বভারতীয় সভাপতি যোগেন্দ্র যাদবের কথায় কোন নির্দিষ্ট রাজনৈতিক দল বা জোটের সমর্থন করবেনা সংযুক্ত কিষাণ মোর্চা। যে সব রাজ্যে বিধানসভা নির্বাচন হবে সেই সব রাজ্যে কৃষক স্বার্থ বিরোধী কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে চলবে প্রচার। উল্লেখ্য আগামী ৬ মার্চ ১০০ দিনে পা দেবে কৃষক আন্দোলন।
জানা যাচ্ছে আগামী ১২ মার্চ কলকাতায় সংযুক্ত কিষাণ মোর্চার প্রথম সভা অনুষ্ঠিত হবে। সেখানেই উপস্থিত থাকবেন কিষাণ মোর্চার সকল নেতৃত্ব। তবে কেন রাজনীতির ময়দানে আন্দোলনরত কৃষকরা। এই প্রশ্নের উত্তরে যোগেন্দ্র যাদব জানিয়েছেন ক্ষমতালোভী বিজেপি ন্যায়, সংবিধান কিছুরই তোয়াক্কা করেনা। তারা বোঝে শুধু ক্ষমতা। তাই যে ভাষা বিজেপি বোঝে সেই ভাষাতেই কথা বলা হবে। বিজেপির বিরুদ্ধে জনমত সংগঠিত করতে ভোটারদের আবেদন জানানো হবে।