কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ গুরুতর অসুস্থ অভিনেতা সোহম চক্রবর্তী। মেদিনীপুরের চণ্ডীপুরে তাঁকে প্রার্থী ঘোষণা করেছে ঘাসফুল শিবির। তাকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যাচ্ছে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছেন তিনি।
তীব্র দাবদাহ উপেক্ষা করেই প্রচার চালাচ্ছিলেন এই অভিনেতা তথা তৃণমূলের এই প্রার্থী। আগামী ১ এপ্রিল চণ্ডীপুরে ভোট। তার আগে সোহম অসুস্থ হয়ে পড়ায় তাঁর প্রচারে থাকা সংশয় দেখা দিয়েছে জোড়াফুল শিবিরে।
তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন তিনি। ২০১৪ সালে তৃণমূলে যোগ দেওয়ার পর থেকেই তৃণমূলের সক্রিয় কর্মী হিসেবে কাজ করে চলেছেন সোহম। এবছর প্রার্থী তালিকায় নাম ওঠার পরই প্রচার অভিযানে নেমে পড়েছিলেন এই অভিনেতা। নন্দীগ্রামে মমতা বন্দোপাধ্যায়ের প্রচারমঞ্চেও দেখা গিয়েছিল তাঁকে।