একাধিক পদক্ষেপ নিয়েও নন্দীগ্রামে বিক্ষিপ্ত অশান্তি, রিপোর্ট তলব কমিশনের
কলকাতা মিডিয়া ওয়েবডেস্কঃ জারি করা হয়েছে ১৪৪ ধারা, বন্ধ করে দেওয়া হয়েছে সমস্ত সীমানা। তারপরেও দ্বিতীয় দফার নির্বাচনে নন্দীগ্রামে অশান্তি অব্যাহত। কমিশনের দিকেই আঙুল তুলছেন রাজনৈতিক মহলের একাংশ।
নন্দীগ্রামকে ঘিরে নির্বাচন কমিশনের কড়া নজরদারির পর কী ভাবে বুধবার রাতে সোনাচূড়ায় ব্যাগ ভর্তি বোমা সহ বিজেপি কর্মী ধরা পড়লেন? কী ভাবে কেশপুরের দাদপুরে তৃণমূল কর্মী উত্তম দোলুইকে কুপিয়ে খুন করা হল? বাড়ির থেকে কিছুটা দূরে তৃণমূল কার্যালয়ে উত্তম দোলুই রাতের খাওয়াদাওয়ার পর তাঁকে টেনে নিয়ে গিয়ে ১০/১১জনের একটি দল এসে উত্তমকে টেনে নিয়ে ছুড়ি দিয়ে কুপিয়ে খুন করা হয়। বিজেপি এই ঘটনা ঘটিয়েছে বলে তৃণমূলের অভিযোগ।
কী করে সবংয়ে তৃণমূল বিজেপির হাতে আক্রান্ত হলো ? নন্দীগ্রামের ১৪, ২৪৮, ১০৫, ১৩০ নম্বর বুথে বিজেপি, তৃণমূল কর্মীদের ওপর হামলা চালাচ্ছে বলে অভিযোগ।